দড়িপাড়া সেন্ট ফ্রান্সিস জেভিয়ার প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ফল উৎসব

গত ৮ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, দড়িপাড়া সেন্ট ফ্রান্সিস জেভিয়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ফল উৎসব।
এই ফল উৎসব উদযাপন করার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন দেশি ও বিদেশি ফলের নাম সম্পর্কে ধারণা লাভ করতে পারে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপল্লীর ফাদার স্ট্যানিসলাউস গমেজ সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য-সদস্যাবৃন্দ এবং অভিভাবকগণ।
ফাদার গমেজ ফল উৎসব প্রসঙ্গে বলেন, “পড়াশোনার পাশাপাশি আমাদের পরিবেশের যত্ন নিতে হবে এবং বিভিন্ন গাছের ফল সম্পর্কে ধারণা লাভ করতে হবে এই বলে ফাদার ফল উৎসবের প্রদর্শনী উদ্বোধন করেন।”
“সবার উচিত বেশি বেশি বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহযোগিতা করা এবং পৃথিবীকে সুন্দর সবুজ ভাবে গড়ে তোলা,” বলেন ফাদার গমেজ।

সিস্টার মেরী শিউলি এসএমআরএ বলেন, “বৃক্ষ বা ফলের গাছ শিক্ষার্থীদের দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা অনেক খুশি। তারা নিজে থেকে চিন্তা করেছে এই গাছটা তারা কোথায় লাগাবে এবং এই গাছ থেকে তারা ফল পাবে সেই অপেক্ষায় আছে।”
বিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার মনের অনুভুতি ব্যক্ত করে বলেন, “গাছ আমাদের প্রতিনিয়তই অক্সিজেন দেয় এবং ফল দেয় তাই আমাদের প্রত্যেকেই গাছ লাগাতে হবে এবং সবাইকে পরিবেশ রক্ষার জন্য বেশি বেশি গাছ লাগাতে হবে।”
আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবেশের ভারসাম্য রক্ষার সাথে বৃক্ষরোপণ বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশে বনভূমি থাকা উচিত ২৫ শতাংশ; যেখানে বর্তমানে বনভূমি রয়েছে ১৬ শতাংশ মাত্র। এই ঘাটতি পূরণে ব্যক্তিগত ও সামাজিক ঊদ্যোগে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই।
তবে বৃক্ষরোপণ প্রচারাভিযান হলো বাংলাদেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের উপকারিতা বিষয়ে সচেতনতা সৃষ্টিমূলক একটি সমন্বিত উদ্যোগ।
এ ফল উৎসব প্রদর্শনীতে শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা সবাই আনন্দময় অংশগ্রহণ করেন। - সিস্টার মেরী শিউলি, এসএমআরএ