ঢাকা মহাধর্মপ্রদেশের অন্তর্গত গোল্লা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের আঞ্চলিক শিক্ষা সেমিনার

গোল্লা ধর্মপল্লীর সেন্ট ফ্রান্সিস জেভিয়ার গির্জা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের আঞ্চলিক শিক্ষা সেমিনার

গত ১১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ঢাকা মহাধর্মপ্রদেশের অন্তর্গত গোল্লা ধর্মপল্লীর সেন্ট ফ্রান্সিস জেভিয়ার গির্জা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের আঞ্চলিক শিক্ষা সেমিনার।

এই শিক্ষা সেমিনারের বক্তাদের মূলসুর ছিলসমবায় একটি গণতান্ত্রিক মানুষে মানুষে মিলনের সংগঠন এতে গোল্লা ধর্মপল্লীর বিভিন্ন গ্রামের খ্রিস্টভক্তরা অংশগ্রহণ করেন।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি মাইকেল জন গমেজের সঞ্চালনায় এই শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়।

শিক্ষা সেমিনারের শুরুতেই পবিত্র বাইবেল থেকে পাঠ প্রার্থনা পরিচালনা করেন ফাদার রিগ্যান পিউস কস্তা। পরে উদ্বোধনী নৃত্যের মাধ্যমে শিক্ষা সেমিনার শুরু হয়।

, গোল্লা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার গাব্রিয়েল কোড়াইয়া বলেন, “ঢাকা ক্রেডিটের অবদান এবং এর গুরুত্ব আমরা সবাই জানি। তাই ঢাকা ক্রেডিটের সাথে যুক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এই সুন্দর শিক্ষা সেমিনারের আয়োজনের জন্য।

এদিন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, গোল্লা ধর্মপল্লীর পাল-পুরোহিত গাব্রিয়েল কোড়াইয়া সহকারী পাল-পুরোহিত রিগ্যান পিউস কস্তা, ঢাকা ক্রেডিটের প্রাক্তন ম্যানেজার নিপুন সাংমা, গোল্লা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, এর চেয়ারম্যান ডানিয়েল সচী রোজারিও।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন আঠারোগ্রাম খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, এর চেয়ারম্যান আগষ্টিন বিজয় গমেজ, ছোট গোল্লা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, এর চেয়ারম্যান শ্যামল ফ্রান্সিস রোজারিও, সিষ্টার মার্গারেট গমেজ আরএনডিএম, ঢাকা ক্রেডিটের উপদেষ্টা টমাস রোজারিও, আঠারোগ্রাম খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, এর ভাইস-চেয়ারম্যান রোলেন্ড গমেজ, বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঢাকা ক্রেডিটের আঞ্চলিক শিক্ষা সেমিনারে অংশগ্রহণকারীগণ

সেক্রেটারি মাইকেল জন গমেজ শুরুতেই প্রেসিডেন্টের পক্ষে স্বাগত বক্তব্যে বলেন, “আজকের শিক্ষা সেমিনার যা ঢাকা ক্রেডিটের চলমান প্রক্রিয়া হলেও গুরুত্বপূর্ণ। কারণ, বিগত দিনে এই এলাকাবাসী ন্যায় সত্য সুন্দর দলকে সমর্থন দিয়েছেন। যার ফলে আজকে এই বিশাল সম্পদ পরিসম্পদের প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, “আমরা পরিচালনা পরিষদ আপনাদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছি। আপনারা ভবিষ্যতেও সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক নেতৃত্ব বেছে নিবেন। এই নবাবগঞ্জ-দোহার এলাকায় আমাদের অনেক বড় কর্মযজ্ঞ রয়েছে।

আমরা আমাদের মূল শ্লোগানকর্মসংস্থান আমাদের লক্ষ্য-আত্মনির্ভরশীল সমাজ আমাদের স্বপ্নযা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। এর সাথে যুক্ত হয়েছে ডিভাইন মার্সি হাসপাতাল নার্সিং ইনষ্টিটিউট। আমরা ডিভাইস মার্সি মেডিকেল কলেজের কার্যক্রম চলমান রেখেছি এবং সেখান থেকে আমাদের ছেলে মেয়েরা সামনের দিনে ডাক্তার হয়ে বেরিয়ে আসবে,” বলেন সেক্রেটারি গমেজ।

প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বলেন, “আমাদের শিশু যুবাদের বিষয়ে নজর দিতে হবে। যুবাদের বিষয় চিন্তা করে ইতিমধ্যে আমরা নার্সিং ইনস্টিটিউট শুরু করেছি, খুব শিঘ্রই মেডিকেল কলেজ শুরু করতে পারবো। আমাদের ছেলে-মেয়ে এখন স্বল্প খরছে নার্স ডাক্তার হওয়ার সুযোগ লাভ করবে। পাশাপাশি অসংখ্য শিক্ষার্থী ঢাকা ক্রেডিটের সহযোগিতায় উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে পড়তে পারছে।

ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, “শিক্ষা সেমিনারে সমিতির মালিক হিসেবে আপনারা সমিতি সম্পর্কে বিস্তারিত জানবেন এবং নতুন যারা তারা সদস্য হবেন।

তিনি আরও বলেন, “খ্রীষ্টান সমাজকে দারিদ্রতা থেকে তুলে আনতে ফাদার চার্লস জে. ইয়াং এই প্রতিষ্ঠান সৃষ্টি করেন এবং আজকের এই ৭০-বছরের ঢাকা ক্রেডিট তার হাতেই সৃষ্টি।

বক্তারা বলেন, আামাদের মধ্যে অনেক ক্রিয়েটিভ চিন্তা আছে, এগুলোকে সবার সাথে যুক্ত করে কাজে লাগাতে হবে।

গোল্লা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, এর চেয়ারম্যান ডানিয়েল সচী রোজারিও বলেন, “সমবায় একটি গণতান্ত্রিক মানুষে মানুষে মিলনের সংগঠন। তাই আমাদের উচিত সবাইকে সমাজ সম্মান দেয়া। ঋণ নিয়ে নিয়মিত পরিশোধ করা।

পরিশেষে প্রতিষ্ঠানের বোর্ড ডিরেক্টর মারিয়া ডিকুনা শেষ প্রার্থনার মাধ্যমে গোল্লা আঞ্চলিক শিক্ষা সেমিনারটি সমাপ্ত ঘোষণা করা হয়। - ডিসিনিউজবিডি