রমনা সেমিনারীর প্রতিপালক আদর্শ শ্রমিক সাধু যোসেফের পর্ব দিবস উদযাপন

গত ১ মে ২০২৫ খ্রিস্টাব্দ, রমনা সেমিনারীর প্রতিপালক আদর্শ শ্রমিক সাধু যোসেফের পর্ব দিবস আনন্দের সাথে পালন করা হয়।
নয় দিনব্যাপী আধ্যাত্মিক প্রস্তুতি শেষে আনন্দ সহকারে পর্বটি উদযাপন করা হয়। এই পর্বীয় খ্রিস্টযাগে ১৫জন যাজক, সেমিনারীয়ানগণ ও সাধারণ খ্রিস্টভক্তগণ উপস্থিত ছিলেন।
দিনটি শুরু হয় বিশেষ প্রার্থনা দিয়ে এবং প্রার্থনা শেষে “প্রতিপালক ও গুণবান সাধু যোসেফ” মূলভাবকে কেন্দ্র করে একটি ক্ষুদ্র প্রয়াস উন্মোচন করা হয়।
অতঃপর সেমিনারীর চারজন কর্মী ভাইদের “বিশ্ব শ্রমিক দিবস” এর শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।
পর্বীয় খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ। তিনি তাঁর উপদেশ বাণীতে বলেন, “আমরা যেন মন থেকে ভক্তি প্রদর্শন করি এবং সাধু যোসেফের ন্যায় বাধ্য ও কঠোর পরিশ্রমী হই।”
শ্রমজীবি মানুষের আদর্শ শ্রমিক সাধু যোসেফ। যার জীবন আমাদের অনুপ্রাণিত করে। তাই আমরা প্রত্যেকে যেন শ্রমিক সাধু যোসেফের মত পরিশ্রমী মানুষ হয়ে উঠতে পারি।
সাধু যোসেফ হলেন আমাদের পালক পিতা। তিনি সকল পিতার আদর্শ। তার অনেক গুণাবলি রয়েছে। বিশেষ করে পবিত্র পরিবার গঠনে, পালনে ও রক্ষণে তিনি আমাদের কাছে মহান আদর্শ। আমরাও যেন সাধু যোসেফর মত সহজ, সরল ও পবিত্র জীবন-যাপন করি।
খ্রিস্টযাগের পর সকলে মিলে আনন্দ-সহকারে কীর্তন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে সেমিনারীর পরিচালক ফাদার সনি মার্টিন রড্রিক্স সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। - ফাদার সনি রড্রিক্স