নিয়ামতপুর থানার অন্তর্গত ভূতাহারা ধর্মপল্লীতে পালিত হলো শ্রমিক সাধু যোসেফের পর্ব দিবস

ভূতাহারা ধর্মপল্লীতে শ্রমিকদের প্রতিপালক সাধু যোসেফের পর্ব দিবস আনন্দের সাথে উদযাপন

গত মে ২০২৫ খ্রিস্টাব্দ, নিয়ামতপুর থানার অন্তর্গত ভূতাহারা ধর্মপল্লীতে শ্রমিকদের প্রতিপালক সাধু যোসেফের পর্ব দিবস আনন্দের সাথে পালন করা হয়।

নয় দিনব্যাপি নভেনা প্রার্থনার পর উৎসবমুখর পরিবেশে পালিত হলো ধর্মপল্লীর প্রতিপালক আর্দশ শ্রমিক সাধু যোসেফের পর্ব দিবস। এতে ৪জন যাজক, জন সিস্টার এবং ধর্মপল্লীর যুবক যুবতীসহ প্রায় ২০০জন খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন।

পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। তিনি তাঁর উপদেশ বাণীতে  বলেন, “সাধু যোসেফ আমাদেরকে অনুপ্রেরণা দেন আমরা যেন কাজ করি, নিজেদের কাজ দ্বারা অন্যদের সেবা করি।

কেউ যেন অলস জীবন যাপন না করি। নিজে কাজ করি অন্যদেরকেও কাজ করতে অনুপ্রেরণা দিই। অন্যদিকে, সব কাজকেই যেন সবাই সম্মান জানাই,” বলেন বিশপ রোজারিও।

ধর্মপল্লীর প্রতিপালক সাধু যোসেফের পর্ব দিবস উদযাপন

ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার  সুশীল লুইস পেরেরা সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে বলেন, “শ্রমিক সাধু যোসেফকে ধর্মপল্লীর প্রতিপালক পেয়ে ভূতাহারা ধর্মপল্লীবাসী সৌভাগ্যবান।

তবে সাধু যোসেফের জীবনাদর্শ অনুসরণ করাটা বরং আরো বেশি ফলদায়ক হবে। সাধু যোসেফ ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন। ঠিক একইভাবে আমরাও যেন ঈশ্বর মণ্ডলীর প্রতি আনুগত্য প্রকাশ করি”, বলেন ফাদার পেরেরা।

শ্রমজীবি মানুষের আদর্শ শ্রমিক সাধু যোসেফ। যার জীবন আমাদের অনুপ্রাণিত করে। তাই আমরা প্রত্যেকে যেন শ্রমিক সাধু যোসেফের মত পরিশ্রমী মানুষ হয়ে উঠতে পারি।

সাধু যোসেফ হলেন আমাদের পালক পিতা। তিনি সকল পিতার আদর্শ। তার অনেক গুণাবলি রয়েছে। বিশেষ করে পবিত্র পরিবার গঠনে, পালনে রক্ষণে তিনি আমাদের কাছে মহান আদর্শ। আমরাও যেন সাধু যোসেফর মত সহজ, সরল পবিত্র জীবন-যাপন করি। - ফাদার সাগর তপ্ন