রাজশাহী ধর্মপ্রদেশের উত্তর ভিকারিয়ায় অনুষ্ঠিত হলো ফাদার ও সিস্টারদের পাস্কা পুনর্মিলনী

চাঁদপুকুর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো উত্তর ভিকারিয়ায় সেবাদানরত ফাদার ও সিস্টারদের পাস্কা পুনর্মিলনী

গত মে ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশীয় যাজকীয় ব্রতধারী-ব্রতধারিণীদের জন্য কমিশনের উদ্যোগে চাঁদপুকুর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো উত্তর ভিকারিয়ায় সেবাদানরত ফাদার সিস্টারদের পাস্কা পুনর্মিলনী।

এই পুনর্মিলনীর উৎসবের মূলসুর ছিলএম্মাউসের পথে যিশুর সাথে যাত্রা এতে উত্তর ভিকারিয়ার বিভিন্ন ধর্মপল্লী প্রতিষ্ঠানে সেবাদানরত ২৭ জন ফাদার-সিস্টার এতে অংশগ্রহণ করেন।

সাক্রামেন্তীয় আরাধনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কমিশনের আহ্বায়ক ফাদার মাইকেল কোড়াইয়া শুভেচ্ছা বক্তব্যে বলেন, “রাজশাহী ধর্মপ্রদেশীয় যাজকীয় ব্রতধারী-ব্রতধারিণীদের জন্য কমিশন ফাদার-সিস্টার ব্রাদারদের যত্নে সব সময় তৎপর।

ফাদার আরো বলেন, “আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই।

মূলসুরের ওপর সহভাহিগতায় ফাদার বাবলু কোড়াইয়া এম্মানুসের পথে দুইজন প্রেরিতশিষ্যের যিশুকে অভিজ্ঞতা অন্তরে আনন্দ অনুভব সেই আনন্দ সকলের নিকট বয়ে নিয়ে যাওয়া বিষয়টি তুলে ধরেন।

উন্মুক্ত আলোচনায় ফাদার-সিস্টারগণ পালকীয় সেবাদান করতে গিয়ে অভিজ্ঞতা ঘটনা সহভাগিতা করেন। - ফাদার স্বপন পিউরীফিকেশন