বনপাড়া সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো ধর্মপ্রদেশীয় বার্ষিক শিক্ষক নির্জনধ্যান

গত ১৬ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ, বনপাড়া সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে এবং যুব ও শিক্ষক গঠন কর্মসূচি কারিতাসের সহযোগিতায় অনুষ্ঠিত হলো ধর্মপ্রদেশীয় বার্ষিক শিক্ষক নির্জনধ্যান।
এই নির্জনধ্যানে রাজশাহী ধর্মপ্রদেশীয় দক্ষিণ ভিকারিয়াস্থ মিশনারি প্রতিষ্ঠানের মনোনিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন।
উক্ত ধ্যানসভায় উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের শিক্ষা কমিশনের সাধারণ সম্পাদক এবং সেন্ট যোসেফস স্কুল অ্যাণ্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ফাদার দীলিপ এস. কস্তা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. ফাদার শংকর ডমিনিক গমেজ এবং ভিনসেন্ট চঁড়ে, জুনিয়র প্রোগ্রাম অফিসার, কারিতাস রাজশাহী।
এই শিক্ষা সেমিনারে শিক্ষক কে? এবং শিক্ষকদের জীবনাচরণ কেমন হওয়া উচিৎ এই বিষয়ে খ্রিস্টধর্মের আলোকে আলোচনা করেন বনপাড়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার দীলিপ এস. কস্তা।
হিন্দু ধর্মের আলোকে সেন্ট যোসেফস স্কুল অ্যাণ্ড কলেজের মাধ্যমিক শাখার সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবদাস স্যান্যাল এবং ইসলাম ধর্মের বিষয়ে জনাব রাফিউল ইসলাম স্যার, প্রভাষক, সেন্ট যোসেফস স্কুল অ্যাণ্ড কলেজ আলোচনা করেন।
আলোচনা সভার শেষে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকারা তাদের মূল্যবান মতামত এবং অনুভূতি ব্যক্ত করেন। - ক্যাম্পাস প্রতিনিধি