বনপাড়া সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো মহান বিজয় দিবস ও পিঠা উৎসব

সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো মহান বিজয় দিবস ও পিঠা উৎসব

গত ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ,  রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত বনপাড়া সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো মহান বিজয় দিবস ও পিঠা উৎসব।

বিজয় দিবস বাংলাদেশে প্রতি বছরের ১৬ ডিসেম্বর পালিত একটি দিবস। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তান সশস্ত্র বাহিনীর পরাজয় এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনের স্মরণে এই দিবসটি উদযাপন করা হয়।

বাঙালির শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল।

এই দিন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. ফাদার শংকর ডমিনিক গমেজ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এই দিবসটি উদযাপনের প্রথমেই ছিল,  জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

পরবর্তীতে অধ্যক্ষ মহোদয় এবং শিক্ষকমণ্ডলী পিঠার স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীরা তাদের বিভিন্নরকম পিঠা-পুলি পরিবেশন করে। কলেজ শাখার ১৪টি সেকশন ১৫টি স্টলে শিক্ষার্থীরা তাদের পিঠা-পায়েস পরিবেশন করে।

এ সময়ে শিক্ষক-শিক্ষার্থী সকলের মাঝেই ছিল উৎসবের আমেজ। পরবর্তীতে ১৪টি সেকশনের মাঝে রকমারি পিঠার উপস্থাপনা, পরিবেশনা ও স্টল ডেকোরেশনের উপর ভিত্তি করে পুরস্কার প্রদান করা হয়।

প্রথম স্থান লাভ করে একাদশ মানবিক-ক শাখার শিক্ষার্থীরা। দ্বাদশ বিজ্ঞান-গ শাখা ২য় এবং একাদশ ব্যাবসায় শিক্ষা শাখা ৩য় স্থান অর্জন করেন। এরপর পুরস্কার বিতরণী এবং ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অধ্যক্ষমহোদয় অনুষ্ঠানটির শুভ সমাপ্তি ঘোষণা করেন। - সজীব কুলুন্তুনু