পোপ ফ্রান্সিস, বিশ্বে শান্তি ও ক্ষমার বানী প্রচারের জন্য পবিত্র আত্মার দ্বারা পরিচালিত একটি নম্র এবং সিনোডাল খ্রীষ্টমণ্ডলীর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।
পুন্যপিতা পোপ ফ্রান্সিস তিমুর - লেস্তে তার পালকীয় সফর শেষে বর্তমানে সিঙ্গাপুর অবস্থান করছেন। তার এই বর্ষীয়ান অবস্থায় বারো দিনের সফরের মধ্যে সিঙ্গাপুর সফরের মধ্য দিয়ে তার এই পালকীয় সফর যাত্রা শেষ হবে।