দুর্গাপূজার মূল ভিত্তি হলো দেবী দুর্গার হাতে মহিষাসুর নামক অসুরের বধ। দেবী দুর্গা হলেন মানবজাতির জননী ও রক্ষাকর্ত্রী। তিনি মাতৃশক্তির প্রতীক এবং সকল বিপদের থেকে সুরক্ষা প্রদানকারী।
মট্স শিক্ষার্থীদের মানবিক গুণাবলী বিকাশে সর্বদা চেষ্টা করে থাকে। এই অনুদান সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মানবিক দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে।