ঢাকার মট্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়

গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে ঢাকার মট্স প্রাঙ্গনে আয়োজন করা হয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় সভা।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত নানা আনুষ্ঠানিকতা ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সকল সনাতন ধর্মাবলম্বীরা এই উৎসব পালন করে থাকেন।
দুর্গাপূজার মূল ভিত্তি হলো দেবী দুর্গার হাতে মহিষাসুর নামক অসুরের বধ। দেবী দুর্গা হলেন মানবজাতির জননী ও রক্ষাকর্ত্রী। তিনি মাতৃশক্তির প্রতীক এবং সকল বিপদের থেকে সুরক্ষা প্রদানকারী।
উক্ত সভায় উপস্থিত ছিলেন মট্স পরিচালক মি. জেমস্ গোমেজ, প্রশিক্ষণ ও শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন ব্যবস্থাপক মি. আল হেলাল আবু বকর সিদ্দিক, অর্থ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মিজ. মৃত্তিকা আদিত্য এবং মার্কেটিং ফোকাল মি. সাগীর হামযা।
এছাড়াও মট্স এর বিভিন্ন বিভাগের কর্মীবৃন্দ আয়োজিত শুভেচ্ছা বিনিময় সভায় অংশগ্রহণ করেন। সার্বজনীন প্রার্থনার মাধ্যমে সভার সূচনা হয় এবং এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন অর্থ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মিজ. মৃত্তিকা আদিত্য।
তিনি তাঁর বক্তব্যে দুর্গাপূজা পালন ও এর আনুষ্ঠানিকতা সম্পর্কে সহভাগিতা করেন। তবে এই কথা সত্য যে, দুর্গাপূজা ধর্মীয় রীতিনীতির গণ্ডি পেরিয়ে একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে, যেখানে সকল মানুষ একত্রিত হয় এবং আনন্দ ভাগ করে নেয়।

পরবর্তীতে প্রশাসন বিভাগের ঊর্ধ্বতন ব্যবস্থাপক এবং মার্কেটিং ফোকাল শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তাদের বক্তব্যে তাঁরা সকল সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং নিজ নিজ অবস্থান থেকে দুর্গাপূজার মহত্ব নিয়ে আলোচনা করেন।
এছাড়াও কর্মীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মিজ. সানজিদা শারমিন। আয়োজিত শুভেচ্ছা বিনিময় সভাকে আরো উপভোগ্য করার জন্য উপস্থাপন করা হয় একটি পূজার গান।
সভার শেষে ধন্যবাদ জ্ঞাপন এবং সমাপনী বক্তব্য প্রদান করেন মট্স পরিচালক মি. জেমস্ গোমেজ। তিনি তাঁর বক্তব্যে দুর্গাপূজার অন্তর্নিহিত শিক্ষা নিয়ে আলোচনা করেন।
তিনি মট্স এর সকল কর্মীদের আহ্বান জানান যেন সকলে দুর্গাপূজার শিক্ষা নিজের মধ্যে ধারণ করে মট্স এর বিভিন্ন ক্ষেত্রে তা প্রয়োগ করেন।
দুর্গাপূজার মহত্ব হল মহিষাসুর নামক এক অসুরকে পরাজিত করে দেবীর মানবজাতির উপর জয়লাভ করা। এটি একটি বার্ষিক উৎসব, যা মহালয়ার মাধ্যমে শুরু হয়ে বিজয়া দশমীর মাধ্যমে শেষ হয় এবং দুর্গাকে দেবী ও মানবজাতির মাতৃরূপে পূজা করা হয়। - আরভিএ সংবাদ