আজ দেশজুরে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব শারদীয় দুর্গাপূজা

আজ ২ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ,  বিজয়া দশমী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।

বিজয়া দশমীতে দেবী দুর্গা মর্ত্য ছেড়ে কৈলাশে (স্বামীগৃহে) ফিরে যাবেন। আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রার্থনা, আনন্দ উৎসবের পর আজ বৃহষ্পতিবার বিজয়া দশমীর দিন দেবী বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।

দুর্গাপূজার মূল ভিত্তি হলো দেবী দুর্গার হাতে মহিষাসুর নামক অসুরের বধ। দেবী দুর্গা হলেন মানবজাতির জননী ও রক্ষাকর্ত্রী। তিনি মাতৃশক্তির প্রতীক এবং সকল বিপদের থেকে সুরক্ষা প্রদানকারী।

বছরান্তে দেবী দুর্গার আগমনে মন্দিরে-মন্দিরে বেজে ওঠে ঢাক, ঢোল, কাঁসর, ঘণ্টা আর শঙ্খ ধ্বনিতে উচ্ছ্বসিত হয়ে ওঠে আবহমান বাংলা। উদ্দীপ্ত হয়ে ওঠে নৈসর্গিক নির্জনতা। মন্দিরে-মন্দিরে মন্ত্র উচ্চারণ আর প্রার্থনার মধ্য দিয়ে বিশ্বের অশুভ শক্তিকে তাড়িয়ে শুভ কামনা করা হয়।

রাজধানীর বেশ কয়েকটি মণ্ডপ ঘুরে দেখা যায়, ধর্মীয় রীতি অনুযায়ী বিভিন্ন আয়োজনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকা এক ভিন্ন সাজে সজ্জিত হয়ে আছে। মণ্ডপ প্রাঙ্গণে তৈরি করা হয় বর্ণিল তোরণ। বিভিন্ন পূজামণ্ডপে এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

দুর্গাপূজার মহত্ব হল মহিষাসুর নামক এক অসুরকে পরাজিত করে দেবীর মানবজাতির উপর জয়লাভ করা।

এটি একটি বার্ষিক উৎসব, যা মহালয়ার মাধ্যমে শুরু হয়ে বিজয়া দশমীর মাধ্যমে শেষ হয় এবং দুর্গাকে দেবী ও মানবজাতির মাতৃরূপে পূজা করা হয়। - আরভিএ সংবাদ