কলকাতা শহরে পানীয় জলও নোনতা হয়ে যাবে কি?

কলকাতার চিঠি

আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের প্রকৃতি রক্ষা করা ঐচ্ছিক নয় – এটা অপরিহার্য।

পোপ ফ্রান্সিস ২০১৫ খ্রিস্টাব্দে জারি করেন তাঁর দীর্ঘ এনসাইক্লিকাল লাউদাতো সি পত্র, যেখানে তিনি আমাদের সাধারণ গৃহের অর্থাৎ আমাদের পৃথিবীর যত্ন নেওয়ার প্রতি আহ্বান জানান। এর কারণ একটাই – বিশ্বব্যাপী দূষণ প্রতিরোধ করা এবং দূষণের মাত্রা কমিয়ে আনা ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে।

ক্রমশ বাড়ছে সমুদ্রের জলস্তর। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই হারে জলস্তর বৃদ্ধি পেতে থাকলে কলকাতা শহরে পানীয় জলও নোনতা হয়ে যাবে। উদ্ভূত এই পরিস্থিতিতে তাহলে আমাদের বাঁচার উপায় কী? আসুন আজ সেই প্রসঙ্গে জানি এই কলকাতার চিঠি অনুষ্ঠান থেকে।