রাইনোরিয়া নিকোলিফেরা - পরিবেশ ও আমরা
সম্প্রতি গবেষকরা ফিলিপাইনে একটি বিশেষ ধরনের উদ্ভিদ আবিষ্কার করেছেন, যা মাটি থেকে ভারী ধাতু শোষণ করতে সক্ষম। ফিলিপাইনের নির্দিষ্ট অঞ্চলে মাটিতে স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণে নিকেল (Nickel) পাওয়া যায়। লাউদাতো সি’র দশম বার্ষিকীর পরিপ্রেক্ষিতে ফিলিপাইনের নিকেলসমৃদ্ধ মাটি থেকে নিকেল শোষণকারী উদ্ভিদ এই রাইনোরিয়া নিকোলিফেরা কিন্তু একটি আশ্চর্য।
বন্ধুরা, সেই বিষয়ে যদি জানতে চান, তাহলে আপনাদের আজ বিজ্ঞান জগতের এই অনুষ্ঠানটি দেখতেই হবে।