সংবাদ চির নিদ্রায় বাংলাদেশের প্রথম বাঙালি অবলেট ফাদার মনোহর কোড়াইয়া ফাদার মনোহর কোড়াইয়া’র পালকীয় সেবামূলক কাজ অসংখ্য মানুষের জীবনকে ছুঁয়ে গেছে। তিনি অনেকের জন্য ছিলেন সান্ত্বনা, দিকনির্দেশনা ও প্রেরণার উৎস।