এশিয়ার বিভিন্ন দেশের একহাজার জনের বেশি ক্যাথলিক প্রতিনিধি দীর্ঘ বিশ বছর পরে মহাদেশীয় পর্যায়ে “মহান আশার তীর্থযাত্রায় “ অংশ নিতে মালোশিয়ায় পেনাং – এ একত্রিত হচ্ছেন।
এশিয়ার বিভিন্ন দেশের বিশপ, যাজক, ভক্তজনগণকে একত্রিত করে এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো বিচক্ষণতা, সংলাপ, উদ্যাপন এবং এশিয়ার মন্ডলীর জন্য এক আশাব্যঞ্জক পথরেখা নির্ধারণ করা।