রবিবাসরীয় ও ভাষ্য

আপনি কি জাগতিক বিষয় নিয়ে ব্যস্ত রয়েছেন নাকি শাশ্বত জীবন লাভের অপেক্ষায় রয়েছেন। তবে, কি এই শাশ্বত জীবন!! কিভাবেই বা তা লাভ করা যায়! আসুন আজকের রবিবাসরীয় ও ভাষ্য পাঠের মধ্যে দিয়ে শাশ্বত জীবন লাভের সহজ পথ খুঁজে পাওয়ার চেষ্টা করি। আজকে রবিবাসরীয় ও ভাষ্য পাঠ দান করছেন বারুইপুর ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার কনৌজ রায়। রেডিও ভেরিতাস এশিয়ার পক্ষ থেকে ফাদার কনৌজ রায়কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।