কলকাতার আর্চবিশপ এলিয়াস ফ্রাঙ্কের ধন্যবাদের খ্রীষ্টযাগ উদযাপন

গত ২৮ সেপ্টেম্বর ২০২৫কলকাতা মহাধর্মপ্রদেশের  জন্য একটি উল্লেখযোগ্য   দিন।একদিকে নব নিযুক্ত আর্চবিশপ রেভ: ড: এলিয়াস  ফ্রাঙ্কের দায়িত্ব  গ্রহণ ও প্রাক্তন রেভ: আর্চবিশপ থমাস ডি'সুজার অবসর গ্রহণের  দিন।এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করার  লক্ষ্যে ধন্যবাদের  খ্রীষ্টযাগের আয়োজন ।

কলকাতার ক্যাথিড্রাল অব দ্য মোস্ট হোলি রোসারি চার্চে সকাল  ১০ টায় শোভাযাত্রা নৃত্য সহকারে পবিত্র  খ্রীষ্টযাগের  সূচনা হয়। একাধিক  বিশপ  সম্মিলিত  ভাবে খ্রীষ্টযাগ উদযাপন  করেন।মহামান্য অ্যাপোস্টলিক নুনসিও আর্চবিশপ লিওপোলদো গিরেল্লি র উপস্থিতি দিনটির গুরুত্বকে আরও  বাড়িয়ে দিয়েছিল।

রিজিওনাল বিশপদের  মধ্যে উপস্থিত ছিলেন দার্জিলিঙের মাননীয় বিশপ স্টিফেন  লেপ্চা,আসানসোলের প্রাক্তন বিশপ সুপ্রিয়ান মণিস, কৃষ্ণনগরের বিশপ নির্মল গোমেস, রায়গঞ্জের বিশপ ফুলজেন্স টিগ্গা,বারুইপুরের বিশপ শ্যামল বোস ও বাগডোগরার বিশপ পল সিমিক।  এছাড়াও উপস্থিত ছিলেন কূটনৈতিক ও রাজনৈতিক  মহলের কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ।ফ্রান্সের কনসুল জেনারেল  মি.থিয়েরী মোরেল,ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও বারতোলি,কলকাতায় ইতালির কনসুল জেনারেল  মি. রিকার্দো দাল্লা কস্তা ও রাশিয়ার কনসুলেট একাতেরিনা তিনদিন প্রমুখ।

কেন্দ্রীয়মন্ত্রী মি. ডেরেক ও'ব্রায়েন     খ্রীষ্টযাগে যোগদান করেন। এছাড়াও কলকাতা মহাধর্মপ্রদেশের  বিভিন্ন  প্রতিষ্ঠানের  প্রভিন্সিয়াল, ডিন,পাল পুরোহিত, ধর্ম ব্রতী ভাই  বোন, ও সাধারণ  ভক্ত বৃন্দের প্রতিনিধিবর্গ খ্রীষ্টযাগে যোগদান করেন। খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন আর্চবিশপ এলিয়াস ফ্রাঙ্ক।

উপদেশে বিশপ এলিয়াস  নতুন  পদমর্যাদার জন্য  ঈশ্বরের নিকট ধন্যবাদ জ্ঞাপন করেন ও পাশাপাশি নিষ্ঠার সঙ্গে নিরলস  ডায়োসিস  পরিচালনা করার জন্য  প্রাক্তন বিশপ থমাস ডি'সুজাকে ধন্যবাদ জানান ।

প্রো ভিকার ফ: ফ্রাঙ্কলিন ও ফ: কমল কিশোরের সুষ্ঠ পরিচালনা ও নানা ভাষায় গান উপাসনার প্রানসঞ্চার করেছিল। খ্রীষ্টযাগের  শেষ  পর্যায়ে ছোট্ট  একটি  সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রাক্তন বিশপ মহোদয় থমাস ডি'সুজাকে পুষ্পার্ঘ ও উত্তরীয় দিয়ে সম্মানিত করা হয়।এই সময় অ্যাপোস্টলিক নুনসিও বিশেষ বার্তা দেন। তার  মধ্যে মিশনারিজ অফ চ্যারিটির মাদার জেনারেল  সিস্টার যোসেফ  নাম উল্লেখ করে বলেন " কিভাবে গাজা ও অন্যান্য  দেশে মিশনারিজ অফ চ্যারিটির  সিস্টার গণ কাজ করে চলেছেন  যা খুবই  প্রশংসনীয়।"

কলকাতা ধর্ম প্রদেশের  হয়ে ফিনান্স্ অ্যাডমিনিস্ট্রেটার ফ: মলয় ডি'কস্তা বিদায়ী  আর্চবিশপের প্রতি শ্রদ্ধানিবেদন করেন। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন  চ্যান্সেলর ফাদার ডমিনিক গোমেস। প্রতিবেদন – চন্দনা রোজারিও।