কলকাতার বিশপ কলেজে চার্চ অফ নর্থ ইন্ডিয়া এবং ক্যাথলিক সম্প্রদায়ের যৌথ উদ্যোগে আয়োজিত হলো ‘নাইসিন ক্রীড’
গত ২রা আগস্ট, ২০২৫ কলকাতা সাক্ষী বহন করল ঐতিহাসিক ‘নাইসিন ক্রীড (Nicene Creed) এর ১৭০০ বছরের ধারাবাহিক ঐতিহ্য।
মধ্য কলকাতার বিশপ কলেজে ২রা আগস্ট, ২০২৫এ চার্চ অফ নর্থ ইন্ডিয়া (Church of North India) এবং ক্যাথলিক সম্প্রদায়ের যৌথ উদ্যোগে আয়োজিত হলো 'নাইসিন ক্রীড’ এর ১৭০০ বছরের ধারাবাহিক ঐতিহ্য।
এই অনুষ্ঠানে এক গুরু-গম্ভীর আলোচনায় উপস্থিত ছিলেন খ্রীষ্টীয় সম্প্রদায়ের আন্তঃধর্মীয় ৯টি সম্প্রদায়। অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিশপ কলেজের মেধাবী ছাত্র-ছাত্রীগণ, ঐশতত্ত্ব বিষয়ক অধ্যাপক, গবেষক, লেখক, এবং ব্যারাকপুরে অবস্থিত মর্নিং স্টার মহাবিদ্যালয় এর অধ্যক্ষ। যীশুসঙ্ঘ এবং এমএসএফএস পুরোহিত সম্প্রদায়ের প্রাদেশিক অধিকর্তা, মার্থমা মন্ডলীর ধর্মপাল, আসানসোল এবং কলকাতা মহাধর্মপ্রদেশের মহাধর্মপাল এবং খ্রীষ্টমন্ডলীর অন্যান্য কিছু নেতৃবর্গ।
এই বিষয়টি চলতি বছরে ক্যাথলিক সম্প্রদায়ের ২০২৫ সালের সাধারণ খ্রীষ্ট-জয়ন্তীর সাথে সংযুক্ত করা হয়েছে। বিগত বছরে ৯ই মে, ২০২৪ সালে পুণ্য-পিতা পোপ ফ্রান্সিস দ্বারা প্রকাশিত ধর্মপত্রের শিরোনাম "আশা কখনো নিরাশ করে না" - এই ধর্মপত্রে তিনি আবেদন করেন যে নিখিল বিশ্বে ২০২৫তম খ্রীষ্টীয় জয়ন্তী পালন করার পাশাপাশি খ্রীষ্টীয় মন্ডলী যেন ৩২৫ সালের ২৫শে মে আয়োজিত বিভিন্ন খ্রীষ্টীয় মতবাদের সমন্বয় সাধন করার উদ্দেশ্যে নাইসিয়াতে যে ধর্মপালদের সম্মলন হয়েছিল তার শরণার্থে চলতি বছরে যেন তার ১৭০০ বছরের জয়ন্তী উদযাপন করা হয়।
আজ আমরা রবিবাসরীয় খ্রীষ্টযাগে সমবেতভাবে যে বিশ্বাসোক্তি উচ্চারণ করি তা হল সেই ঐতিহাসিক নাইসিয়া কাউন্সিলের ঐতিহ্যবাহী একটি অন্যতম ফসল যা সারা বিশ্বে 'নাইসিন ক্রীড’ নামেই পরিচিত রয়েছে।
ফলত, এই অনুষ্ঠানের প্রথমভাগে সকলে উঠে দাঁড়িয়ে সমস্বরে এই বিশ্বাসোক্তি উচ্চারণ করেন। এই ঐতিহাসিক অনুষ্ঠানটি স্মরণীয় ক’রে তোলার জন্য অনুষ্ঠানের মধ্যেই একটি স্মরণিকা উন্মোচন হয় যার নাম ' সেলিব্রেটিং নাইসিন ক্রীড’ (Celebrating Nicene Creed)। যা কলকাতা মহাধর্মপ্রদেশের ধর্মপাল মাননীয় টমাস ডি’সুজা মহোদয় সকলের উপস্থিতিতে উন্মোচন করেন।
সমগ্র অনুষ্ঠানটির আয়োজন এবং পরিচালনার দায়িত্বে ছিলেন বিশপ কলেজের অধ্যক্ষ মাননীয় আচার্য ডক্টর সুনীল ক্যালেব, ফাদার এমএসএফএস, মর্নিং স্টার কলেজের অধ্যক্ষ ফাদার হেনরি জোস এবং ফাদার ফ্রান্সিস সুনীল রোজারিও, খ্রীষ্টীয় আন্তঃধর্মীয় আয়োগের আঞ্চলিক সচিব।
প্রতিবেদন – জোয়াকিম অসীম ক্যাম্পু