অক্সিলিয়াম ধর্মপল্লীতে হস্তার্পন সংস্কার প্রদান
বিগত ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ কলকাতার অক্সিলিয়াম ধর্মপল্লীতে গভীর বিশ্বাস ও আনন্দের পরিবেশে হস্তার্পন সংস্কারের অনুষ্ঠান উদযাপন করা হয়।
সকাল ১০:৩০-এ অনুষ্ঠিত এই পবিত্র খ্রীষ্টযাগের সভাপতিত্ব করেন কলকাতার অবসরপ্রাপ্ত আর্চবিশপ মাননীয় টমাস ডি’সুজা। সহ-অর্ঘ্য প্রদান করেন ধর্মপল্লীর পুরোহিত ও দুই সহকারী পুরোহিতগণ।
এই উৎযাপনে ৩৫ জন প্রার্থী আর্চবিশপ এমেরিটাস ডি’সুজার হাত থেকে হস্তার্পন সংস্কার গ্রহণ করে। তাদের মধ্যে অধিকাংশই ছিল ধর্মপল্লীর তরুণ তরুণী, সঙ্গে ছিল ছয়জন প্রাপ্তবয়স্ক। দীর্ঘ প্রস্তুতির অংশ হিসেবে তারা ক্যাটেকিসাম ক্লাস, বিশেষ ধর্মীয় শিক্ষা ও নির্জনের মাধ্যমে যথাযথভাবে প্রস্তুত হয়।
উপদেশে আর্চবিশপ এমেরিটাস ডি’সুজা হস্তার্পনের মাধ্যমে প্রাপ্ত পবিত্র আত্মার শক্তির কথা স্মরণ করিয়ে দেন। তিনি বিশ্বাসীদের অনুপ্রাণিত করেন যেন তারা এই সংস্কারের অনুগ্রহে সত্যিকারের খ্রিস্টসাক্ষী হিসেবে বাঁচতে পারে। হস্তার্পন সংস্কার যারা স্বীকার করেছে তাদেরকে তিনি উৎসাহ দেন প্রতিদিনের জীবনে আত্মার প্রেরণাকে অনুসরণ করে সাহস ও আনন্দের সঙ্গে বিশ্বাসকে যেন তারা বাস্তবায়িত করে।
পবিত্র খ্রীষ্টযাগের পর প্যারিশ হলে এক সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় হস্তার্পন প্রাপ্তিদের অভিনন্দন জানানো হয় এবং পাশাপাশি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয় আর্চবিশপ এমেরিটাস ডি’সুজার প্রতি। টানা ১৩ বছর তিনি কলকাতা আর্চডায়োসিসের আর্চবিশপ হিসেবে পথনির্দেশ করেছেন। তাঁর নেতৃত্ব, যাজকীয় যত্ন ও নিবেদিত সেবার জন্য গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে বিশেষত অক্সিলিয়াম কলকাতা সম্প্রদায়, যারা তাঁর আধ্যাত্মিক যত্নের জন্য আন্তরিক ধন্যবাদ জানায়।
অবশেষে কৃতজ্ঞতা, আনন্দ ও ঐক্যের আবহে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। এটি ধর্মপল্লীর জন্য একটি স্মরণীয় অধ্যায় হয়ে রইলো।
অক্সিলিয়াম প্যারিস মিডিয়া কো-অর্ডিনেটর