কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে প্রয়াত পোপ ফ্রান্সিসের উদ্দেশ্যে স্মরণসভা




বিগত ২৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, প্রয়াত পোপ ফ্রান্সিসের স্মৃতিতে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের ফাদার ডেপেলচিন প্রেক্ষাগৃহে এক সর্বধর্ম স্মরণসভা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
এর স্মরণসভার আয়োজন করে সেন্ট জেভিয়ার্স কলেজ (স্বশাসিত) কলকাতা এবং সেন্ট জেভিয়ার্স কলেজ (কলকাতা) প্রাক্তনী সমিতি।
শুরুতে প্রয়াত পোপ ফ্রান্সিসের স্মৃতিতে প্রার্থনা করেন কলেজের সর্বাধ্যক্ষ ফাদার জয়রাজ ভেলুস্বামী। মূল ভাষণে কলেজের অধ্যক্ষ ফাদার ডোমিনিক স্যাভিও বলেন, পোপ ফ্রন্সিস ছিলেন প্রথম জেস্যুইট পোপ। তিনি তাঁর কথায় ও কাজে ক্যথলিক ধর্মের গভীর মানবিক দিকগুলি তুলে ধরে ছিলেন।
ফাদার ডমিনিক আরও বলেন যে পোপ ফ্রান্সিস সকল ধর্মের এবং সকল শ্রেণীর মানুষের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন। স্মরণসভায় পোপ ফ্রান্সিসের মানবতা, প্রেম, সহনশীলতার কথা উল্লেখ করে ফাদার জয়রাজ ভেলুস্বামী এবং ফাদার ডমিনিক স্যাভিও পহেলগামের স্মপ্রতিক জঙ্গী হানায় নিহত নিরীহ মানুষদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।
কলকাতার জেস্যুইট প্রভিন্সিয়াল ফাদার জেমস অর্জেন টেটে তাঁর ভাষণে পোপ ফ্রান্সিসের উজ্জ্বল ব্যক্তিত্ব এবং স্থিতধী মানসিকতার উল্লেখ করেন। কলকাতার গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইন্সটিটিউট অফ কালচারের সম্পাদক স্বামী সুপর্ণানন্দ তাঁর শ্রদ্ধাঞ্জলিতে পোপ ফ্রান্সিসের পবিত্র আচরণের প্রশংসা করেন।
কলেজের কলা বিভাগের ডিন আধ্যাপিকা ফারাত বানু বলেন “পোপ ফ্রান্সিসের কথা ও কাজের প্রতিফলন যদি আমরা আমাদের জীবনে তুলে ধরতে পারি তবেই তাঁর প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদন স্বার্থক হবে।“
পূর্ব ভারত শিখ মিশনের আহ্বায়ক এবং অমৃতসরের গুরুদ্বয়ারা প্রবন্ধক কমিটির শিরোমনি জগমহোন সিং গিল এবং কলকাতা প্রেস ক্লাবের সভাপতি এবং সেন্ট জেভিয়ার্স কলেজ (কলকাতা) প্রাক্তনী সমিতির প্রাক্তন সম্পাদক স্নেহাশিস সুর প্রমুখ শ্রদ্ধা নিবেদন করেন।
ক্যালক্যাটা ইউথ কয়ারের শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে পোপ ফ্রান্সিসের উদ্দেশ্যে তাদের শ্রদ্ধা নিবেদন করেন প্রতিবেদন - স্নেহাশিস সুর