রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গীর্জায় পালিত হল সেন্ট ভিনসেন্ট ডি পল পর্ব
খ্রিষ্টীয় ক্যাথলিক মন্ডলীতে ২৭শে সেপ্টেম্বর সেন্ট ভিনসেন্ট ডি’পলের পর্ব পালন করা হয়। প্রতিবছরের মতো এই বছরও রাঘবপুর প্যারিসে সেন্ট ভিনসেন্ট ডি’পল সংগঠনের পক্ষ থেকে এই পর্ব মহাসমারহে পালন করা হয় ২৮ সেপ্টেম্বর রবিবার সকাল নয় ঘটিকায় পবিত্র খ্রীষ্টযাগের মধ্যে দিয়ে।
পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন রাঘবপুর ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার যোসেফ টোপ্প এস.জে., ফাদার থোট্টাম এস.জে, ব্রাদার স্টিফেন কিসকু। এছাড়াও উপস্থিত ছিলেন অগণিত খ্রীষ্টভক্ত এবং স্থানীয় অসহায়, দুঃস্থ ও পীড়িত মানুষজন।
খ্রীষ্টযাগ শেষে সকল অসহায় মানুষদের কিছু রেশন সামগ্রী দান করা হয় এবং অনুষ্ঠান শেষে সবার জন্য জলযোগের ব্যবস্থা করা হয়।
প্রসঙ্গত উল্লেখ্য সেন্ট ভিনসেন্ট ডি’পল তিনি আর্ত, অনাথ অসহায় মানুষের সেবা করতেন এবং বিশ্বাস করতেন যে এই সেবার মধ্যে দিয়ে তিনি খ্রীষ্ট সেবা করছেন। সেই ধারাবাহিকতাকে বজায় রেখে এই পর্ব দিনে মূলত দুঃস্থ অসহায় মানুষেদের সাহায্য করা হয়।
সেন্ট ভিনসেন্ট ডি’পলের জন্ম ১৫৮১ সালের ২৪ এপ্রিল ফ্রান্সের পাউই (Pui) গ্রামে হয়। তিনি একজন দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন এবং ছোটবেলা থেকেই বুদ্ধিমত্তা ও ধর্মভক্তি দেখান।
তিনি ১৬০০ সালে পুরোহিত হিসেবে নিযুক্ত হন এবং দরিদ্র ও প্রান্তিকদের সেবা করার জন্য জীবন উৎসর্গ করেন।
১৬৬০ সালের ২৭শে সেপ্টেম্বর তিনি প্যারিসে মারা যান এবং ১৭৩৭ সালে তাঁকে সাধু হিসেবে ঘোষণা করা হয়। তিনি ছিলেন একজন ফরাসি যাজক এবং দাতব্য কাজের জন্য পরিচিত ছিলেন, যিনি দরিদ্র, অসুস্থ ও অভাবী মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন।
১৬৬০ সালে মৃত্যুর পর দীর্ঘ সময় পর, ১৭৩৭ সালে পোপ ক্লিমেন্ট XII তাঁকে সাধু ঘোষণ করেন।
তাঁর মিশন বা উদ্দেশ্য ছিল সুসমাচারকে বাস্তবে রূপ দেওয়া এবং দরিদ্রদের সেবা করার জন্য একটি বাস্তবসম্মত ও সরল পথ অনুসরণ করা।
এই পর্ব দিনে দুস্থ অসহায় মানুষদের সেবা করার মধ্যে দিয়ে ধর্মপল্লীবাসীরা সেন্ট ভিনসেন্ট ডি’পলের আদর্শকে বাঁচিয়ে রাখার প্রতিশ্রুতি গ্রহণ করেন।
প্রতিবেদন তন্ময় মন্ডল