ময়মনসিংহ ধর্মপ্রদেশের শিশু এনিমেটরদের নিয়ে অনুষ্ঠিত হলো বাৎসরিক সম্মেলন

ধর্মপ্রদেশীয় পালকীয় প্রশিক্ষণ কেন্দ্রে শিশু এনিমেটরদের নিয়ে অনুষ্ঠিত হলো বাৎসরিক সম্মেলন

গত ১২ থেকে ১৪ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, ময়মনসিংহ ধর্মপ্রদেশের শিশু এনিমেটরদের নিয়ে ধর্মপ্রদেশীয় পালকীয় প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হলো বাৎসরিক সম্মেলন।

এই সম্মেলনের মূলসুর ছিলজাতিসমূহের মাঝে আশার প্রেরণকর্মী শিশু এনিমেটরগণ  এতে  ময়মনসিংহ ধর্মপ্রদেশের ১৮টি ধর্মপল্লী ১টি উপ-ধর্মপল্লী থেকে প্রায় ৬০ জন এনিমেটরগণ অংশগ্রহণ করেন।

সম্মেলনের শুরুতেই প্রদীপ প্রজ্জ্বলন করেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের  বিশপ পনেন পল কুবি, সিএসসি এবং তাকে সহযোগিতা করেন পিএমএস-এর ধর্মপ্রদেশীয় পরিচালক ফাদার সুনির্মল মৃ সিস্টার তৃষ্ণা মৃ ,আরএনডিএম।

 পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার বাইওলেন চাম্বুগং, চেন্সেলর ময়মনসিংহ ধর্মপ্রদেশ এবং তাকে সহযোগিতা করেন ফাদার সুর্নিমল মৃ  এবং ফাদার কল্যাণ রেংচেং।

  “জাতিসমূহের মাঝে আশার প্রেরণকর্মী শিশু এনিমেটরগণ এই মূলসুরের উপর সহভাগিতা করেন ফাদার সঞ্জয় চিসিম, পরিচালক সেন্ট পলস্ মাইনর সেমিনারী জলছত্র।

ফাদার বলেন, “শিশুদের ভবিষ্যত প্রেরণকর্মী হিসাবে গঠন দানের জন্য এনিমেটরদের অনেক গুণাবলী অর্জন করতে হবে, সঠিক বিশ্বাসের গঠন দিতে হবে, প্রেম ভালবাসা দিয়ে তাদের শিক্ষা দিতে হবে এবং তাদেরকে কখনো নিরাশ করা যাবে না, বরং তাদের অন্তরে আশার আলো জাগাতে হবে।

 পরেএ্যাকশন সং-এর গুরুত্ব প্র্যাক্টিক্যাল ক্লাশদেন সিস্টার জিতা রেমা, এসএসএমআই, “পি,এম,এস,” সম্পর্কে ধারণা কার্যক্রমসমূহবিষয়ে সহভাগিতা করেন সিস্টার ঝুমা নাফাক, এসএসএমআই এবংবর্তমান যুগে শিশু এনিমেটরদের করণীয় গুনাবলীসমূহসম্পর্কে সহভাগিতা করেন সিস্টার মারীয়া দাস, সিআইসি।

পোপের বিশ্বব্যাপী প্রার্থনার নেটওয়ার্ক (পিডব্লিউপিএন)”-এর উপর ধারণা কার্যক্রমসমূহবিষয়ে সহভাগিতা করেন ফাদার সুনির্মল মৃ

এই সম্মেলনের মধ্যে ছিল ্যালী, পবিএ খ্রিস্টযাগ, প্রার্থনা অনুষ্ঠান, শিশুমঙ্গল সংঘের কার্যক্রমের রির্পোট পেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

পরিশেষে ফাদার সুনির্মল মৃ সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সেমিনারের সমাপ্ত ঘোষনা করেন - সিস্টার লিয়া ফস্টিনা দালবৎ,এস,এস,এম,আই