শ্রমিক সাধু যোসেফের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো যুব গঠন সেমিনার ও আগমনকালীন প্রস্তুতি সভা

শ্রমিক সাধু যোসেফের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো যুব গঠন সেমিনার ও আগমনকালীন প্রস্তুতি সভা

গত ১৯ থেকে ২১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ,  রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত শ্রমিক সাধু যোসেফের ধর্মপল্লী ভূতাহারায় অনুষ্ঠিত হলো তিনদিনব্যাপী যুব গঠন সেমিনার ও আগমনকালীন প্রস্তুতি সভা।

এই যুব গঠন সেমিনার ও আগমনকালীন প্রস্তুতি সভায় ষষ্ঠ শ্রেণী থেকে কলেজপড়ুয়া ১৪১ জন যুবা শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রথম দিন সন্ধ্যায় আরাধনা-বড়দিনের নভেনা ও পাপস্বীকারের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।

পরের দিন  উদ্বোধনী খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার যোহন মিন্টু রায়। খ্রিস্টযাগের উপদেশে তিনি আগমনকাল ও বড়দিনের তাৎপর্য তুলে ধরে বলেন, “যিশুই হলেন জগতের আলো-ধর্মসূর্য। যিশুর আলো আমাদের স্বর্গের পথে চলতে এবং মানুষকে ভালবাসার দৃষ্টিতে দেখতে সাহায্য করে। আমরা যেন যিশুর আলোতে পথ চলে শান্তি-ভালবাসার নতুন পৃথিবী গড়ার শপথ নিই।”

অন্যদিকে “যুব নৈতিকতা ও আধ্যাত্মিকতা” এই বিষয়ের উপর সহভাগিতা করেন ফাদার  মিন্টু রায়। এছাড়া আগমনকাল ও উপাসনায় সক্রিয় অংশগ্রহণ বিষয়ে শিক্ষা দেন ফাদার লুইস সুশীল পেরেরা।

পড়াশোনা, ক্যারিয়ার ও জীবন লক্ষ্য” বিষয়ে সহভাগিতা করেন ফাদার বাপ্পী এনরিকো ক্রুশ। আহ্বানের বিভিন্ন দিক তুলে ধরেন ফাদার উজ্জ্বল গমেজ, ওয়াইসিএস কার্যক্রম বিষয়ে কথা বলেন সিস্টার পারুল মুর্মু, সিআইসি ও সিস্টার গৌরি মুর্মু, এলএইচসি। সান্তালী ভাষার উচ্চারণ ও বাণীপাঠ এবং উপাসনা সঙ্গিত শিক্ষা দেন বার্নাবাস হাঁসদা।

তিনদিনের অনুষ্ঠানসূচিতে আরো ছিল বড়দিনের গান শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রেণীভিত্তিক প্রার্থনা প্রতিযোগিতা, বাইবেল কুইজ ও পুরস্কার বিতরণী।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে পাল পুরোহিত ফাদার সুশীল লুইস পেরেরা বলেন, “এই সেমিনারের শিক্ষা ও বড়দিনের প্রস্তুতির আনন্দ তোমরা গ্রামে ও পরিবারে পরিবারে বয়ে নিয়ে যাও আর সহভাগিতা কর যেন প্রতিটি গ্রামে বড়দিনের শান্তি-আনন্দ ছড়িয়ে পড়ে।” - ফাদার যোহন মিন্টু রায়