রোগিদের সুবিধার্থে ডিভাইন মার্সি হাসপাতাল চালু করলো শাটল বাস সার্ভিস

গত ২০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, রোগিদের যাতায়াতের সুবিধার্থে ঢাকা ক্রেডিট-এর বৃহত্তম প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতাল চালু করলো শাটল বাস সার্ভিস।
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা-এর বৃহত্তম প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতাল লি:, স্বাস্থ্যসেবা প্রত্যাশীদের জন্য চালু করেছে এই বাস সার্ভিস।
রাজধানীর কুড়িল বিশ্বরোড, পূর্বাচল (৩০০ ফিট শুরু) থেকে এই শাটল বাস সার্ভিস উদ্বোধন করেন ডিভাইন মার্সি হাসপাতালের চেয়ারম্যান ও ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।
এই উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ঢাকা ক্রেডিটের ভাইস প্রেসিডেন্ট পাপড়ী দেবি আরেং, সেক্রেটারি মাইকেল জন গমেজ, প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং বাবু মার্কুজ গমেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ঢাকার অদূরে পূর্বাচলের সন্নিকটে মঠবাড়ীতে অবস্থিত ডিভাইন মার্সি হাসপাতাল লি:, এ সেবা নিতে ইচ্ছুকগণ প্রতিদিন দুই শীফটে এই শাটল বাসে কুড়িল (পূর্বাচল) থেকে হাসপাতালে যাতায়াত করতে পারবেন।
প্রতিদিন সকালে পূর্বাচল (কুড়িল) বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে সকাল ১০:৩০ মিনিটে বাসটি ডিভাইন মার্সি হাসপাতালের উদ্দেশে ছেড়ে যাবে এবং হাসপাতাল থেকে দুপুর ১:০০ মিনিটে পূর্বাচল (কুড়িল) এর উদ্দেশে ছেড়ে আসবে।
দ্বিতীয় শীফটে দুপুর ১:৪০ মিনিটে বাসটি পূর্বাচল (কুড়িল) বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে হাসপতালের উদ্দেশে ছেড়ে যাবে এবং বিকেল ৪:১০ মিনিটি হাসপাতাল থেকে ছেড়ে আসবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসার উদ্দেশে শাটল বাসে যারা হাসপাতালে যাবে তাদেরকে আলাদা কোনো বাস ভাড়া দিতে হবে না।
শাটল বাস উদ্বোধনের সময় প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বলেন, “ঢাকা ক্রেডিটের সদস্যগণ এবং ডিভাইন মার্সি হাসপাতালে যারা সেবা নিতে যাবেন তাদের যাতায়াত নিরাপদ করতে আমরা এই শাটল বাস সার্ভিস চালু করেছি।”
তিনি বলেন, আমাদের প্রত্যাশা ডিভাইন মার্সি হাসপতাল বাংলাদেশের একটি মডেল হাসপাতাল হবে এবং এই হাসপাতাল স্বাস্থ্যসেবার একটি মাইলফক তৈরি করবে।”
মাইকেল জন গমেজ বলেন,“ ডিভাইন মার্সি হাসপাতালের জন্য একটা একটা ঐতিহাসিক মুহূর্ত এবং একটি যুগান্তকারী পদক্ষেপ। রোগিদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষে এই শাটল বাসসেবা চালু করেছে।”
নির্মল রোজারিও বলেন, “একটি শাটল বাস দিয়ে কুড়িল থেকে হাসপাতালে যাতায়াত সেবা চালু করলেও আগামীতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে যুক্ত হবে আরো বাস সার্ভিস।”
বাবু মার্কুজ গমেজ বলেন, “ডিভাইন মার্সি হাসপাতালের এক নতুন যাত্রা আজকে থেকে শুরু হয়েছে। যারা ডিভাইন মার্সি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে ইচ্ছুক তারা যেন খুব সহজেই যাতায়াত করতে পারে সেই লক্ষে আগামী মিরপুর, ফর্মগেইটসহ বিভিন্ন জায়গা থেকে এই শাটল বাস সার্ভিস চালু করবো।”
এই সময়ে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সিইও জোনাস গমেজ, ডিভাইন মার্সি হাসপাতালের সিইও ডা. অহমেদ শফিকুল হায়দার, এডমিন ডাইরেক্টর রঞ্জন রোজারিও, ফাইন্যান্স ডিরেক্টর শীরেন সিলভেষ্টার গমেজসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ। - ডিসিনিউজ