পশ্চিমবঙ্গ ও সিকিম ধর্মপ্রদেশের জন্য অনুষ্ঠিত হলো আঞ্চলিক লিটার্জিক্যাল কমিশনের অধিবেশন

বিগত ১৫ থেকে ১৭ ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, বর্ধমানের চেতনা প্যাস্টোরাল সেন্টারে পশ্চিমবঙ্গ ও সিকিম ধর্মপ্রদেশের আঞ্চলিক লিটার্জিক্যাল  কমিশনের অধিবেশন অনুষ্ঠিত হয়।

এই অধিবেশনে কলকাতা মহাধর্মপ্রদর্শের অন্তর্গত ৮টি ধর্মপ্রদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন প্রায় ৫০ জন পুরোহিত।

কমিশনের চেয়ারম্যান কোঅ্যাডজুটর আর্চবিশপ এলিয়াস ফ্র্যাঙ্ক প্রতিনিধিদের স্বাগত জানান এবং অধিবেশনের উদ্দেশ্য সকলের সামনে উপস্থাপন করেন।

উপাসনা চলাকালীন সময়ে সকল খ্রীষ্টমন্ডলীকে বিশেষ সতর্কতা অবলম্বন করার ওপর জোর দিয়ে তিনি বলেন, "যদি আমরা উপাসনা চলাকালীন সময়ে খ্রীষ্টের সাথে একাত্ম হতে না পারি, তাহলে পরবর্তী উদযাপনটি কেবলমাত্রই আনুষ্ঠানিকতা। প্রত্যেকটি প্রার্থনাগুলি দায়সারা ভাবে উচ্চারণ না করে  তা ধীরে ধীরে এবং গভীর মননের সাথে পাঠ করা উচিত।“

লিটার্জিক্যাল কমিশনের (CCBI) জাতীয় সম্পাদক ফাদার রুডলফ পিন্টো উপাসনা বিধির ১১টি মৌলিক নীতি উপস্থাপন করেন উক্ত এই সম্মেলনে। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল উপাসনা হল ঈশ্বরের মহিমা এবং বিশ্বাসীদের পবিত্রীকরণ।

সমগ্র অনুষ্ঠানের সমন্বয়সাধক ছিলেন কমিশনের আঞ্চলিক সম্পাদক ফাদার কমল সোরেন ।এই অধিবেশনে কিছু ভুল উপাসনা বিধি অনুশীলন যা ইতিমধ্যেই মন্ডলীতে প্রচলিত হয়ে গেছে তা সনাক্ত করা হয়। এই বিষয়ে বিশপ ইলিয়াস বলেন, "এই ধর্মপ্রদেশের বিশপদের সাথে পরামর্শ করে এই ভুল রীতিনীতিগুলি সংশোধনের জন্য ধর্মপ্রদেশের জন্য কিছু ধর্মীয় নির্দেশিকা গ্রহণ করা হবে" 

এই অধিবেশনের মধ্যে দিয়ে উপাসনা রীতির সঠিক এবং যথার্থ মূল্যায়ন করা হবে বলে সকলেই আশাবাদী।

প্রতিবেদন - তেরেসা রোজারিও