বাংলাদেশের ধর্মপ্রদেশীয় যাজকদের নবায়ন কোর্স

গত ৫ থেকে ১০ মে ২০২৫ খ্রিস্টাব্দ, খুলনা ধর্মপ্রদেশের অন্তর্গত নড়াইলের গিলভানি সেন্টারে অনুষ্ঠিত হলো বাংলাদেশের ধর্মপ্রদেশীয় যাজকদের নবায়ন কোর্স।
এই নবায়ন কোর্সের মূলসুর ছিলো “পালকীয় কাজে যাজকীয় সেবার আনন্দ”। এতে বাংলাদেশের ৮টি ধর্মপ্রদেশ থেকে মোট ২২জন যাজক অংশগ্রহণ করেন যারা ২০২০ থেকে ২০২৩ খ্রিস্টবর্ষে যাজক পদে অভিষিক্ত হয়েছেন।
যাজকদের নবায়ন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা ধর্মপ্রদেশের বিশপ জেমস্ রমেন বৈরাগী, বিডিপিএফএর সহ-সভাপতি ফাদার উইলিয়াম মুর্মূ, গিলভানি সেন্টারের পরিচালক ফাদার বাবলু সরকার, স্থানীয় চেয়ারম্যান ও অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্বাগত বক্তব্যে বিশপ জেমস্ রমেন বৈরাগী বলেন, “আমাদের জীবনে সবাইকে নবায়িত হতে হয়। তাই নবায়ন কোর্স অত্যন্ত দরকারী। বিডিপিএফ এই নবায়ন কোর্সের জন্য স্থান হিসেবে খুলনা ধর্মপ্রদেশকে নির্বাচিত করার জন্য ধন্যবাদ জানান।”
বিভিন্ন বিষয়ের উপর যাজকদের শিক্ষা প্রদান করেন বিভিন্ন অতিথি যাজকগণ। যে সমস্ত বিষয়ের উপর শিক্ষা দেওয়া হয়েছে তা হলো; “পালকীয় কাজে, যাজকীয় সেবার আনন্দ” সহভাগিতা করেন ফাদার বাবলু সরকার, “যাজকীয় সেবাজীবনে ঐশবাণী” সহভাগিতা করেন ফাদার মানুয়েল হেম্ব্রম, “যাজকীয় জীবনে সাক্রামেন্তীয় সেবাকাজে আনন্দ”সহভাগিতা করেন ফাদার রোদন হাদিমা, “পাল-পুরোহিতের সাথে সহকারী-পালপুরোহিতের সম্পর্ক” সহভাগিতা করেন ফাদার প্রেমু রোজারিও।

এছাড়াও “বর্তমান বাস্তবতায় যাজকীয় জীবনের চ্যালেঞ্জ ও উত্তরণ”এই বিষয়ের উপর সহভাগিতা করেন ফাদার জ্যোতি এফ, কস্তা, “যাজকীয় পরিচয় ও আনুশাসনিক মুল্যবোধ ও নৈতিক তন্ত-মন্ত্র” সহভাগিতা করেন ফাদার মিন্টু পালমা এবং “জনগণের সাথে ধর্মপ্রদেশীয় যাজকের সম্পর্ক” এই বিষয়ের উপর সহভাগিতা করেন ফাদার নরেন বৈদ্য।
নবায়ন কোর্সের সমাপ্তিতে বিডিপিএফএর সভাপতি ফাদার মিন্টু এল পালমা সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিশেষ করে বিশপ জেমস্ রমেনসহ সকল বিশপগণদেরকে। বিশেষ ধন্যবাদ প্রদান করা হয় সেন্টারের পরিচালক ফাদার বাবলু সরকারকে।
পাঁচ দিনব্যাপী এই নবায়ন কোর্সের মধ্যে ছিল পবিএ খ্রিস্টযাগ, প্রার্থনা অনুষ্ঠান, উদ্বোধনী অনুষ্ঠান, বিভিন্ন বিষয়ের উপর উপস্থাপনা, যাজকদের সহভাগিতা ও চিন্তা উপস্থাপন, উন্মুক্ত সহভাগিতা এবং বিভিন্ন দর্শনীয় স্থান যথা; সাতক্ষীরা ও যশোহর ধর্মপল্লী ভ্রমণ, যা ছিল খুবই আনন্দপূর্ণ ও শিক্ষণীয়।
উল্লেখ্য যে, অংশগ্রহণকারী কয়েকজন যাজক তাদের সহভাগিতায় এই কোর্সের প্রয়োজনীয়তা ও গুরুত্বের কথা তুলে ধরেন। - ফাদার রুবেন এস, গমেজ (সাপ্তাহিক প্রতিবেশী)।