শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খ্রীষ্টিয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের শুভেচ্ছা বাণী

সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনেরা,
বছরের কেন্দ্রিয় ও প্রধান পূজা ও ধর্মীয় উৎসব "দুর্গাপূজা” উপলক্ষে বাংলাদেশ কাথলিক মণ্ডলীর আন্তঃধর্মীয় সংলাপ কমিশন আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা।
আপনাদের বিশ্বাস ও ঐতিহ্য অনুসারে দশহপ্তি তথা বহু ক্ষমতার ও শক্তির অধিকারী এক নারীর বেশে মর্ত্যে হয় সর্বশক্তিমান ঈশ্বরের আগমন; এবং তাঁরই ঐশ শক্তিতে অসুরসম পাপশক্তির হয় অবসান।
আর তাই তো মা দুর্গার মধ্য দিয়ে ভগবানের আগমনে উপলক্ষে ত্রিদিবসব্যাপী এই মহোৎসব: ঢাক-ঠোল, কর্তাল বাজিয়ে নাচে-গানে চলে ঈশ্বরের আগমনে সনাতনী আনন্দ-উৎসব। এই উৎসবে কেন্দ্রিয় চিন্তা-চেতনা হল: পাপসম অসুরের সংহার পুণ্যের হাতিয়ারে। প্রসারিত ও প্রবাহিত হউক পুণ্য-পবিত্র জীবনের সুবাতাস।
বাংলাদেশ একটি ঐতিহ্যগত ভ্রাতৃপ্রতিম দেশ। এই দেশের মানুষ বিভিন্ন ধর্মাবলম্বী হলেও সবাই সবার হয়ে উঠে পরম আপনজন: কাকা-চাচা, মামা-মামী; দাদা-ভাই-বোন। এমনই এক সম্প্রীতির দেশ আমাদের বাংলাদেশ। তবে অসুরসম পাপপঙ্কিলতাও বিরাজমান আমাদের দেশে, সমাজে ও আরো তৃণমূল পর্যায়ে।
সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের সাথে মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান আমাদের সবার কামনা ও প্রার্থনা, আমাদের দেশ যেন হয়ে উঠে অধিক শান্তি-সম্প্রীতি ও ভ্রাতৃত্বের দেশ। হিংসা-বিদ্বেষ, ঝগড়া-বিবাদ যেন হয় নিঃশেষ।
বাংলাদেশ কাথলিক চার্চের আন্তঃধর্মীয় সংলাপ কমিশন-এর নামে শারদীয় এই দুর্গাপূজা উপলক্ষে সনাতন তথা হিন্দু ধর্মাবলম্বী ভাইবোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই পবিত্র মহোৎসবে আপনারা মহান দেবতা-ঈশ্বরের প্রচুর আশীর্বাদ-অনুগ্রহ লাভ করুন। এমনই এক সার্বজনীনতায় এই উৎসব হয়ে উঠুক আমাদের সবার উৎসব; আন্তঃধর্মীয় মহোৎসব।
শুভ বিজয়ার শুভেচ্ছা ও অভিনন্দন সনাতন ধর্মাবলম্বী সকল ভাইবোনের প্রতি।- শুভেচ্ছান্তে আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি সভাপতি বিশপীয় খ্রীষ্টিয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশন এবং ফাদার প্যাট্রিক গমেজ নির্বাহী সচিব ।