ঢাকার তেজগাঁও হলি রোজারি ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো আধ্যাত্মিক উদ্দীপনা সভা

তেজগাঁও হলি রোজারি ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো আধ্যাত্মিক উদ্দীপনা সভা

গত ৯ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দঢাকা মহাধর্মপ্রদেশের অন্তর্গত তেজগাঁও হলি রোজারি ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো আধ্যাত্মিক উদ্দীপনা সভা।

এই আধ্যাত্মিক উদ্দীপনা সভার মূলসুর ছিল, “খ্রীষ্টের সাথে সম্পৃক্ততা: আমি দ্রক্ষালতা, তোমরা শাখা-প্রশাখা”। এতে তেজগাঁও ধর্মপল্লীর যুবক-যুবতী এবং খ্রিষ্টভক্তগণ অংশগ্রহণ করেন।

এই সভার শুরুতেই ছিল পবিত্র সাক্রামেন্তের আরাধনা অনুষ্ঠান। আরাধনাটি পরিচালনা করেন জিজাস ইউথ বাংলাদেশ।

পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন ফাদার স্টেনলি কস্তা। তিনি তার উপদেশ বাণীতে বলেন, “আজকের মঙ্গলসমাচারে আমরা শুনতে পেয়েছি, একটি  হারানো মেষের উপমা কাহিনী। যীশু বলছেন মেষপালকের তখনই বেশি আনন্দ যখন তিনি হারানো মেষটিকে খুঁজে পেয়েছেন।”

অর্থাৎ ঈশ্বরের চোখে আমরা সবাই অনেক মূল্যবান। তিনি আমাদের প্রত্যেককে ব্যক্তিগত ভাবে ভালবাসেন। এই হারানো মেষটিকে খুঁজতেই তিনি এই মাটির পৃথিবীতে নেমে এসেছিলেন কারণ ঈশ্বর আমাদের প্রত্যেককে ব্যক্তিগত ভাবে ভালবাসেন। ঈশ্বর সবসময় পথ হারানো মেষটিকে খুঁজে বেড়ান,” বলেন ফাদার কস্তা।

ঢাকা মহাধর্মপ্রদেশের অন্তর্গত তেজগাঁও হলি রোজারি ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো আধ্যাত্মিক উদ্দীপনা সভা

তিনি আরো বলেন, “বাইবেলর আদি পুস্তকে আমরা শুনতে পাইঈশ্বর প্রথম আদমকে একটি প্রশ্ন করেছিল, আদম তুমি কোথায়? আদম যখন পাপ করে পথ হারিয়ে ছিল ঈশ্বর তখন তাকে খুঁজে বেরিয়েছিলেন। ঈশ্বর প্রতিদিন আমার দিকে আপনার দিকে তাকিয়ে আজ একই প্রশ্ন করছেন, তুমি তোমার জীবনে কোথায়? ছোটদের একজনও বিনষ্ট হোক তোমাদের স্বর্গনিবাসী পিতা তা কখনো চান না, তিনি চান আমাদের সকলের পরিত্রাণ।”  

ফাদার কস্তা আরো বলেন, আজকে এই দ্রাক্ষালতার উপমা কাহিনীতে যিশু বলছেন, আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না, কারণ মানবিক চেষ্টার ফল নিতান্তই মানবীয়। যীশু এখানে আধ্যাত্মিক সাফল্যের কথা বলছেন, যা তার শক্তি সহায়তা ছাড়া কখনো সম্ভব না।

এই দুই দিনব্যাপী আধ্যাত্মিক উদ্দীপনা সভার মধ্যে ছিল, পবিত্র খ্রীষ্টযাগ, অনুধ্যান সহভাগিতা, আরাধনা ও পাপস্বীকার অনুষ্ঠান, জীবন সাক্ষ্যদান ও নিরাময়ী অনুষ্ঠান।

পরিশেষে রোগীলেপন ও শেষ আশীর্বাদের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই আধ্যাত্মিক উদ্দীপনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়। - প্রাঞ্জল টমাস রোজারিও