বোর্ণী সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিজ্ঞান মেলা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিজ্ঞান মেলা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ,  রাজশাহী ধর্মপ্রদেশ কর্তৃক পরিচালিত বোর্ণী ধর্মপল্লীর অন্তর্গত সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিজ্ঞান মেলা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব জান্নাত আরা ফেরদৌস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলার ইউএনও জনাব লায়লা জান্নাতুল ফেরদৌস।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাদার শংকর ডমিনিক গমেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফাদার আন্তনী হাঁসদা।

 অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল ও গানের মধ্য দিয়ে শুভেচ্ছা জানিয়ে মঞ্চে নিয়ে আসা হয়। জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে প্রদীপ জ্বালিয়ে বিজ্ঞান মেলা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক ফাদার উত্তম রোজারিও সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের মধ্যে নতুন প্রযুক্তি ও আবিষ্কার সম্পর্কে তাদের আগ্রহ তৈরি করে এবং সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, মননশীলতা, ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়ে থাকে।”

বিশেষ অতিথি বড়াইগ্রাম উপজেলার ইউএনও জনাব লায়লা জান্নাতুল ফেরদৌস শিক্ষার্জনের গুরুত্ব সম্পর্কে তাঁর নিজের জীবন দৃষ্টান্ত উপস্থাপন করে বলেন, “শিক্ষার্জনের আন্তরিক প্রচেষ্টা মানুষকে অজ্ঞানতার অন্ধকার থেকে দূরে রাখে এবং কঠোর অধ্যবসায় শিক্ষার্থীদের কাঙ্খিত লক্ষ্য অর্জনে সহায়তা দান করে।”

বোর্ণী সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিজ্ঞান মেলা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রধান অতিথি মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব জান্নাত আরা ফেরদৌস বলেন, “আধুনিক প্রযুক্তির সঠিক ও সদ্ব্যবহারের মাধ্যমে এবং টিকটক, রিলস্, ফেসবুক ইত্যাদিতে অযথা সময় নষ্ঠ না করে শিক্ষার্থীরা যদি সত্যিই পড়ালেখায় মনোযোগী হয় তবে তারা জীবনে সফলতা অর্জন করতে পারবে।”

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফাদার আন্তনী হাঁসদা অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “পাঠ্য বইয়ের সিলেবাস ভিত্তিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সর্বিক গঠন ও উন্নয়নের জন্য সেন্ট লুইস হাই স্কুলে সহশিক্ষা কার্যক্রমের উপর সর্বদাই বিশেষ গুরুত্ব দেয়া হয়।”

তাই শিক্ষার্থীদের করণীয় হল সিলেবাসের পড়ালেখার সাথে সাথে সকল প্রকার সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা এবং নিজেদের সুপ্ত প্রতিভা বিকাশ করা, বলেন ফাদার হাঁসদা ।

বক্তব্য পর্ব শেষে প্রধান শিক্ষক ও সভাপতি মহোদয় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের নিয়ে বিজ্ঞান মেলার স্টল উদ্বোধন করেন এবং প্রত্যেকটি স্টল পরিদর্শন করেন।

এ সময় শিক্ষকগণের পরিচালনায় ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মঞ্চে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিবিধ কার্যক্রম চলতে থাকে। সম্মানিত অভিভাবকগণ, বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীগণ সারাদিনব্যাপী বিজ্ঞান মেলার স্টল পরিদর্শন করেন এবং সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপভোগ করেন।

পরিশেষে, বিজ্ঞান মেলা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট/আইটেমে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। - ফাদার উত্তম রোজারিও