নবাই বটতলা রক্ষাকারিণী মা মারীয়ার ধর্মপল্লীতে বাণীপাঠক ও বেদীসেবক পদ প্রতিষ্ঠা

রক্ষাকারিণী মা মারীয়া নবাই বটতলা ধর্মপল্লীতে বাণীপাঠক ও বেদীসেবক পদ প্রতিষ্ঠা

গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, রক্ষাকারিণী মা-মারীয়ার ধর্মপল্লী নবাই বটতলাতে  খ্রিস্টভক্তদের উপস্থিতিতে পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে জন প্রার্থীকে বাণীপাঠক জন প্রার্থীকে বেদীসেবক পদে প্রতিষ্ঠিত করা হয়।

পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার বেলিসারিও সিরো মন্তোয়া এবং সহ-অপর্ণকারী হিসেবে উপস্থিত ছিলেন নবাই বটতলা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার স্বপন মার্টিন পিউরিফিকেশন ফাদার লিংকন কস্তা।

ফাদার বেলিসারিও তাঁর উপদেশ বাণীতে বলেন, “মল্ডলীতে আপনাদের সকলের অবদান অনেক, আমি প্রত্যাশা করি আপনারা এইভাবে স্থানীয় মণ্ডলী গঠনে সর্বদা সক্রিয় ভূমিকা পালন করবেন।

এছাড়াও পাল-পুরোহিত স্বপন মার্টিন পিউরিফিকেশ তাঁর বক্তব্যে বলেন, “নবাই বটতলা ধর্মপল্লীতে পূর্বে প্রতিষ্ঠিত বাণী-পাঠক বেদীসেবকগণ খুবই নিষ্ঠা অন্তরিকতার সাথে পুণ্য উপাসনায় সেবা প্রদান করে যাচ্ছেন।

তারই ধারাবাহিকতায় ধর্মপল্লীর খ্রিস্টভক্তদের আন্তরিক ইচ্ছায় নতুন করে দ্বিতীয় ধাপে আবারও জন বাণী-পাঠক জন বেদী-সেবক প্রতিষ্ঠা করা হয়েছে,” বলেন ফাদার স্বপন।

রক্ষাকারিণী মা মারীয়ার ধর্মপল্লীতে বাণীপাঠক ও বেদীসেবক পদ প্রতিষ্ঠা অনুষ্ঠান

 উক্ত এই পবিত্র অনুষ্ঠানকে ঘিরে খ্রিস্টভক্তদের মধ্যে বিপুল আনন্দ, উৎসাহ আধ্যত্মিক জাগরণ লক্ষ্য করা যায়, যার মধ্যে দিয়ে ধর্মপল্লীর প্রতিটি উপাসনা অনুষ্ঠান আরো সুন্দর, সাবলীল অর্থপুণ্য হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নব প্রতিষ্ঠিত বেদীসেবক লাভলী মুর্মু তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “আজ আমার জীবনের জন্য একটি অতি আনন্দের দিন, আমি প্রতিষ্ঠিত বেদী-সেবক হওয়ার মধ্যে দিয়ে আরো যোগ্যরূপে ঈশ্বরের সেবা করেতে পারবো।

আজ আমি সকলের কাছে প্রার্থনা আশীর্বাদ যাচনা করি যেন সবর্দা আমি নিষ্ঠার সাথে মণ্ডলীর সেবা করে যেতে পারি,” বলেন বেদীসেবক মুর্মু। - ফাদার লিংকন কস্তা