সর্বশক্তিমান ঈশ্বর দুর্ঘটনায় মৃতদের বিশেষভাবে কিশোর-কিশোরীদের আত্মাকে শান্তি দান করুন; যারা আহত তাদেরকে সুস্থ করুন এবং এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের শক্তি ও সান্ত্বনা দান করুন।
শিশুদের ভবিষ্যত প্রেরণকর্মী হিসাবে গঠন দানের জন্য এনিমেটরদের অনেক গুণাবলী অর্জন করতে হবে, সঠিক বিশ্বাসের গঠন দিতে হবে, প্রেম ভালবাসা দিয়ে তাদের শিক্ষা দিতে হবে।
ঈশ্বর জীবন ও সুরক্ষা দুটোই সুন্দরভাবে পরিচালনা করেন। বর্তমান বাস্তবতায় নানা ঘাতপ্রতিঘাত ও আমাদের স্বার্থপরতার কারণেই অনেক সময় আমাদের জীবনে আসে বিপদ ও ধ্বংস।
এই পালকীয় সম্মেলনের মধ্য দিয়ে খ্রিস্টভক্তদের মধ্যে একতা, মিলন, দায়িত্ববোধ ও শান্তি এবং খ্রিস্টিয় চেতনায় ও মূল্যবোধে জাগ্রত হয়ে অটুট থাকর অনুপ্রেরণা যুগিয়েছে।