দীক্ষাগুরু সাধু যোহন সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তার শিরোচ্ছেদ করা হয়েছিল। এই জুবলী বছরে দীক্ষাগুরু সাধু যোহন এর জীবন ধ্যান করার মধ্যদিয়ে আমার আমাদের জীবন সুন্দর, পবিত্র, আধ্যাত্মিক ও সত্যময় করে তুলতে পারি।
সেমিনারিতে বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমের একটি প্রধান উদ্দেশ্য হল সেমিনারিয়ানদেরে সকল বিষয়ে পারদর্শী করে গড়ে তুলা।
আহ্বান হলো ডাক। যীশু তোমাকে ডাকেন তার সাাথে চলতে ও থাকতে, বাণী প্রচার করতে। তুমি কি যীশুর ডাক শুনতে পাও? তুমি কি প্রার্থনা ভালোবাসো ? তুমি কি বাণী প্রচার করতে চাও ? যীশুর আহ্বান হচ্ছে ভালোবাসার আহ্বান।