অনুচিন্তন
অনুচিন্তন
আমরা অনেকেই নির্বোধের মত মিথ্যে দিয়ে সত্যকে ঢেকে রাখার চেষ্টা করি। ভাবি খুব সহজেই হয়তো সত্যকে লুকিয়ে রাখা সম্ভব। কিন্তু সত্যের অস্তিত্ব সবসময় সর্বকালেই অবিনশ্বর। ভূত, বর্তমান ও ভবিষ্যৎ এই তিন কালেই সত্য বিরাজ করে। আর এই সত্যের একমাত্র উৎস হলো স্বয়ং খ্রীষ্ট। আসুন আমরা সেই সত্যের সন্তান হয়ে উঠি আমাদের কাজের মধ্যে দিয়ে আমাদের ব্যবহারের মধ্য দিয়ে। তবেই তো আমরা সেই আলোর সন্তান হয়ে উঠবো। সেই সত্যের অংশ হয়ে উঠবো।