ক্যাথলিক জগৎ পোপ ফ্রান্সিস পালকীয় সফরের চূড়ান্ত গন্তব্য সিঙ্গাপুরে অবস্থান করছেন পুন্যপিতা পোপ ফ্রান্সিস তিমুর - লেস্তে তার পালকীয় সফর শেষে বর্তমানে সিঙ্গাপুর অবস্থান করছেন। তার এই বর্ষীয়ান অবস্থায় বারো দিনের সফরের মধ্যে সিঙ্গাপুর সফরের মধ্য দিয়ে তার এই পালকীয় সফর যাত্রা শেষ হবে।
কৃষ্ণনগর ধর্মপ্রদেশের অন্তর্গত ডমিনিক সাভিও স্কুলে সাধু ডমিনিক সাভিও পার্বণ ও রবীন্দ্রজয়ন্তী পালন উৎসব