যীশু বলছেন মেষপালকের তখনই বেশি আনন্দ যখন তিনি হারানো মেষটিকে খুঁজে পেয়েছেন। অর্থাৎ ঈশ্বরের চোখে আমরা সবাই অনেক মূল্যবান। তিনি আমাদের প্রত্যেককে ব্যক্তিগত ভাবে ভালবাসেন।
তোমরা এই সংস্কারের মধ্য দিয়ে আরো ভালো মানুষ হয়ে উঠবে। তোমরা মানুষের কল্যাণে কাজ করবে, দরিদ্রদের হযোগিতা করবে, রোগীদের কাছে গিয়ে প্রার্থনা করবে এবং তাদের সেবা করবে।