নির্জনধ্যানের এই সুযোগ হচ্ছে ঈশ্বরের নিকট থেকে মূল্যবান উপহার। আমরা দীক্ষাগ্রহণের মধ্য দিয়ে বাণীপ্রচারের দায়িত্ব পেয়েছি। আর এই প্রচার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমরা করি।
নির্জনধ্যান হলো নীরবতায়, প্রার্থনায় ঈশ্বরের সান্নিধ্যে থাকা। নির্জনধ্যান হল কৃপা বা অনুগ্রহ লাভের সময়। তাই আমরা যেন সেই অনুগ্রহ লাভের জন্য উন্মুক্ত থাকি।