সংবাদ ঢাকা মহাধর্মপ্রদেশের পালকীয় কেন্দ্রে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ধর্মপ্রদেশীয় যাজকদের দ্বিতীয় দলের বার্ষিক নির্জনধ্যান নির্জনধ্যানের এই সুযোগ হচ্ছে ঈশ্বরের নিকট থেকে মূল্যবান উপহার। আমরা দীক্ষাগ্রহণের মধ্য দিয়ে বাণীপ্রচারের দায়িত্ব পেয়েছি। আর এই প্রচার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমরা করি।
সংবাদ পবিত্র আত্মা উচ্চ সেমিনারীতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ধর্মপ্রদেশীয় যাজক ভ্রাতৃসংঘের বার্ষিক সাধারণ সভা জুবিলী বর্ষে আমরা মা মারীয়াকে নিয়ে এই সভা করতে যাচ্ছি। মা মারীয়া যাজকদের মা। তাই মায়ের সাথে আমাদের তীর্থযাত্রা যেন সাফল্যমণ্ডিত হয়।