ঢাকার মটসে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক পরিবার দিবস

গত ১৫ মে ২০২৫ খ্রিস্টাব্দ, আন্তর্জাতিক পরিবার দিবস উপলক্ষে মটস প্রাঙ্গণে একটি সভার আয়োজন করা হয়।
সভার শুরুতেই আন্তর্জাতিক পরিবার দিবস উপলক্ষে বিশেষ প্রার্থনা করেন প্রধান প্রশিক্ষক সৌরভ শামূয়েল পিউরীফিকেশন।
এ সময় সদ্য প্রয়াত পুণ্যপিতা পোপ ফ্রান্সিস এর আত্মার চির শান্তির জন্য প্রার্থনা করা হয়। এর পর স্বর্গীয় পুণ্যপিতা পোপ ফ্রান্সিস এর জীবনী ও শান্তি বিস্তারের জন্য তাঁর প্রদেয় বাণী ও কৃত কার্যের উপর আলোকপাত করা হয়।
উক্ত সভার সভাপতিত্ব করেন মটস পরিচালক জেমস্ গোমেজ। আয়োজিত সভায় উপস্থিত ছিলেন প্রশিক্ষণ ও শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন ব্যবস্থাপক আল হেলাল আবু বকর সিদ্দিক, উৎপাদন বিভাগের ঊর্ধ্বতন ব্যবস্থাপক মার্টিন রোনাল্ড প্রামানিক, অর্থ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মিজ্ মৃত্তিকা আদিত্য এবং মার্কেটিং ফোকাল সাগীর হামযা। সেই সাথে উপস্থিত ছিলেন সকল বিভাগের কর্মীগণ ।
এছাড়াও মট্স এর ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম এবং লং টার্ম ম্যাকানিক্যাল কোর্সের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিল। এরপর ব্যবস্থাপকগণ নিজ নিজ পরিবার নিয়ে সহভাগিতা করেন।
এছাড়াও শিক্ষার্থী ও কর্মীদের মধ্যে থেকেও অনেকে নিজ নিজ পরিবার নিয়ে সহভাগিতা করেন। সভার শেষে মট্স পরিচালক জেমস্ গোমেজ’র ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
পরিবার দিবস পালনের মুখ্য উদ্দেশ্য হলো পারিবারিক বন্ধন টিকিয়ে রাখার মাধ্যমে সামাজিক অগ্রগতি ও জীবনমান উন্নয়নে পরিবারকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া।
আজকের এই আন্তর্জাতিক পরিবার দিবসে আমাদের আশা, পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে যেন পারস্পরিক ভালবাসা অক্ষুন্ন থাকে আর প্রতিটি পরিবার বসবাস করুক সুখ ও শান্তিতে।
জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১৯৯৩ সালের ১৫ই মে আন্তর্জাতিক দিবস হিসেবে পরিবার দিবস ঘোষণা করা হয়।
এর দুই বছর পরে ১৯৯৫ সাল থেকে সমগ্র বিশ্বে প্রতি বছর এ দিনটি আন্তর্জাতিক ভাবে পরিবার দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
সমাজের মৌলিক ভিত্তি হলো পরিবার। পরিবারেই মানুষ পায় ভবিষ্যৎ জীবনের পথ নির্দেশনা। জীবন আসলে গড়ে ওঠে এখান থেকেই। মানুষের সর্বপ্রথম বিদ্যাপীঠও বলা হয় পরিবারকে।
পারষ্পারিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও দৃঢ় ভালোবাসার বন্ধনের মাধ্যমে পরিবারে বেড়ে ওঠা একজন মানুষ সমাজের সর্বোচ্চ সুবিধা ভোগ করে থাকে। তাই পরিবার হলো মানুষের জন্য স্বপ্নডাঙ্গা। মানুষের জীবনে পরিবারের ভূমিকা ও গুরুত্ব অপরিসীম। - আরভিএ সংবাদ