ডিভাইন মার্সি নার্সিং ইনষ্টিটিউটে পালিত হলো বিশ্ব নার্স দিবস

গত ১২ মে ২০২৫ খ্রিস্টাব্দ, অন্যান্য নার্সিং প্রতিষ্ঠানের সাথে ডিভাইন মার্সি নার্সিং ইনষ্টিটিউটও পালন করল বিশ্ব নার্স দিবস।
এ বছর বিশ্ব নার্স দিবসের মূলসুর ছিল “আমাদের নার্সরা, আমাদের ভবিষ্যৎ: নার্সদের যত্ন অর্থনীতিকে শক্তিশালী করে”।
ডিভাইন মার্সি নার্সিং ইনষ্টিটিউটে বিশ্ব নার্স দিবস পালনের সময় উপস্থিত ছিলেন কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও সিএসসি, ঢাকা ক্রেডিটের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) জোনাস গমেজ, ডিভাইন মার্সি হাসপাতাল লি: এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) আহমেদ শফিকুল হায়দার, পরিচালক (প্রশাসন) রঞ্জন ফ্রান্সিস রোজারিও।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন পরিচালক (অর্থ) শীরেন সিলভেস্টার গমেজ, স্কয়ার হাসপাতালের কনসালট্যান্ট রায়হান রাব্বি, নার্সিং ইনষ্টিটিউটের প্রিন্সিপাল তেরেজা বাড়ৈ, নার্সিং ইনষ্টিটিউটের শিক্ষক, হাসপাতালের ডাক্তার, প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মী ও নার্সিং ইনষ্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ।

কার্ডিলান প্যাট্রিক ডি’ রোজারিও বলেন, “হাসপাতাল এমন একটি জায়গা যেখানে কোনো পেশা, ধনী-গরীব, রাজনৈতিক ব্যক্তি, শত্রু বা বন্ধু, নারী-পুরুষ কারো মধ্যে কোনো ধরণের পার্থক্য থাকে না, এখানে সবাই এক হয় যায়।”
“তোমরা মানবিক নার্স হয়ে ওঠবে এটাই সবার প্রত্যাশা,” বলেন কার্ডিলান ডি’ রোজারিও ।
ইতিহাস থেকে জানা যায় যে, ১৮২০ সালের ১২ মে, আধুনিক নার্সিং পরিষেবার জনক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল এবং এই দিনে বিশ্ব নার্স দিবস পালনের মাধ্যমে তার প্রতি সম্মান জানায় সমগ্র বিশ্ব। নাইটিঙ্গেল তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন যে, নার্সিং একটি পেশা নয়, এটি একটি সেবা।
উপস্থিত অন্যান্য অতিথিগণ বলেন, “নার্সিং একটি পেশা নয় এটা ঈশ্বরের একটি আহ্বান। ঈশ্বর আপনাদের বাছাই করেছেন মানবিক নার্স হওয়ার জন্য।”
ঢাকা ক্রেডিটের সিইও জোনাস গমেজ বলেন, “আমি মনে করি আমাদের নার্সরা হবেন ডিসিপ্লিনারী, তাদের কমিনমেন্ট থাকবে সেবার জন্য।”
দিনব্যাপী এই দিবসের মধ্যে ছিল প্রার্থনা অনুষ্ঠান, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে ডিভাইন মার্সি নার্সিং ইনষ্টিটিউটে বিশ্ব নার্স দিবস পালন করা হয়েছে।
ডিভাইন মার্সি নার্সিং ইনষ্টিটিউট হলো দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর একটি অন্যতম প্রতিষ্ঠান যা গাজীপুরের মঠবাড়িতে ডিভাইন মার্সি হাসপাতাল লি: প্রাঙ্গণে অবস্থিত। - ডিসিনিউজবিডি