রাঘবপুর, সেন্ট যোসেফ্স ক্যাথলিক গির্জায় "সাধারণ খ্রীষ্টভক্তদিবস" উদযাপন
বিগত ২৯ শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, রাঘবপুর, সেন্ট যোসেফ্স ক্যাথলিক গির্জায় মহাসমারোহের সাথে পালিত হলো "সাধারণ খ্রীষ্টভক্তগণের পর্ব দিবস"।
এই পর্বটি পালিত হয় রবিবারে, তাই এই শুভ দিনটি "Laity Sunday " নামে অভিহিত।
এই দিন সকাল ৬:৩০ মিনিটে খ্রীষ্টযাগ উৎসর্গ করা হয়। মূল উপাসনার উদ্দেশ্য-বিষয়বস্তু ছিল, সাধারণ ভক্তদের বিশ্বাস দৃঢ় করা, ঈশ্বরের কাছে বিশেষ প্রার্থনা নিবেদন করে নিজ ধর্মীয় সমাজে আধ্যাত্মিক ভাবে প্রকৃত প্রতিষ্ঠা লাভ করা। তাই এই দিনটি সাধারণ খ্রিস্ট ভক্তদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ পালকীয় রবিবার।
এই দিনে সাধু টমাস মোরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তিনিই আসলে খ্রীষ্টমন্ডলীর একজন অনভিষিক্ত সাধারণ খ্রীষ্টভক্তদের প্রকৃত পৃষ্ঠ-পোষক সাধু।
খ্রীষ্টযাগ সূচনা-পূর্বে শ্রদ্ধেয় পাল পুরোহিত যোসেফ টোপ্প এস.জে মহাশয়ের প্রার্থনা নিবেদন ও পবিত্র জল সিঞ্চনের মাধ্যমে উপাসনালয়ের উদ্দেশ্যে শোভাযাত্রা আরম্ভ হয়। এই শোভাযাত্রায় খ্রীষ্টভক্তগণ প্রার্থনা ও গানের মাধ্যমে সবাই মুখর হয়ে ওঠে, ঈশ্বরের বন্দনা গান গাইতে গাইতে উপাসনালয়ের মধ্যে প্রবেশ করেন ও খ্রীষ্টযাগ আরম্ভ হয়।
পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন রাঘবপুর প্যারিসের শ্রদ্ধেয় পাল পুরোহিত যোসেফ টোপ্প এস.জে মহাশয় ।
প্রথম ও দ্বিতীয় পাঠের পর মঙ্গল সমাচার পাঠ হয় এবং যাজক উপদেশের মাধ্যমে এই দিনের মাহাত্ম্য বুঝিয়ে দেন। এরপর ধর্মপল্লীর সকল সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিরা বেদীর সামনে নতজানু হন।
যাজক তাঁদের প্রশ্ন করেন, এই সেবার কাজ তারা বর্তমান ও আগামী দিনে সুন্দরভাবে চালিয়ে যেতে দৃঢ় সংকল্পবদ্ধ কিনা? তাঁরা প্রত্যেকেই উত্তর দেন যে, হ্যাঁ তাঁরা দৃঢ় সংকল্পবদ্ধ এবং আগামী দিনেও তারা মন্ডলীর জন্য একইভাবে তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করে যাবেন।
তারপর যাজক তাদের উপর পবিত্র ক্রুশ স্পর্শ করে বিশেষ আশীর্বাদ প্রদান করেন ও সকল খ্রীষ্টভক্তদের উপর পবিত্র জল সিঞ্চন করেন। পরে মূল খ্রীষ্টযজ্ঞ উৎসর্গ এবং খ্রীষ্টপ্রসাদ বিতরণ ও শেষ আশীর্বাদের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।
এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হয় Laity Commission -এর সদস্য শ্রীরবিন পতি মহাশয়ের সঞ্চালনায় এবং ধর্মপল্লীর অন্যান্য সদস্যবৃন্দের সহায়তায়।
উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঘবপুর সেন্ট এ্যান্স কনভেন্টের সুপিরিয়র রেভাঃ সিস্টার অর্পিতা ডিএসএ এবং গোবরাচক কনভেন্টের রেভাঃ সিস্টার বিনীতা ডিএসএ ও অন্যান্য সিস্টারগণ। এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মপল্লীর সকল খ্রিস্টীয় জীবন সংঘের মায়েরা, যুবাদল, ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন, মহিলা কমিশন , ভিনসেন্ট দি পল সোসাইটি, সেবকদল, রাঘবপুর আনন্দ মেলা কমিটি)সংগঠনের সভ্য-সভ্যারা ও সাধারণ খ্রীষ্টভক্তগণ।
প্রতিবেদন তন্ময় মন্ডল