সাধু জন  মেরি ভিয়ানির মহা পার্বন দিবস উদযাপন 

ডায়সেসান পুরোহিতদের  আরাধ্য  সাধু জন মেরি ভিয়ানির পার্বন দিবস  মহানন্দে উদযাপিত  হল ভিয়ানি হোমে।

গত আগস্ট ২০২৫,সকাল  .৪৫ মিনিটে কলকাতার আর্চবিশপ থমাস ডি'সুজা পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। খ্রীষ্টযাগে সহযোগিতা করেন  কলকাতা আর্চবিশপ হাউসের অন্যান্য  পুরোহিতবর্গ, কলকাতা জেসুইট  প্রভিন্সিয়াল,ফাদার  মার্টিনও ফাদার বাবু সহ ভিয়ানি হোমের সিস্টার অসুস্থ  পুরোহিতবর্গ। 

উপদেশে বিশপ থমাস  ডায়সেসান  পুরোহিতদের  পৃষ্ঠপোষক  তথা পেট্রোন সেন্ট  সাধু জন  মেরি ভিয়ানির  জীবনাদর্শ খুব সুন্দর করে ব্যাখ্যা করেন। 

ভিয়ানি হোমের  সিস্টারদের  সুন্দর ভাবে উপাসনার আয়োজন সংগীত পরিবেশন খ্রীষ্টযাগে বাড়তি মাত্রা যোগ করেছিল। 

খ্রীষ্টযাগের  পর বিশপ  মহোদয় ফাদার ডমিনিক  সহ অসুস্থ  পুরোহিত : অর্সনের সঙ্গে দেখা করেন, বিশেষ  প্রার্থনা আশীর্বাদ  সহ  খ্রীষ্টপ্রসাদ দেন।

এরপর  সংক্ষিপ্ত  সম্মাননা প্রদর্শন সুস্বাদু জলযোগ পরিবেশনের  মধ্য দিয়ে অনুষ্ঠানের  পরিসমাপ্তি  হয়। প্রতিবেদন – চন্দনা রোজারিও।

Tags