রাজশাহী ধর্মপ্রদেশের মুশরইল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো মধ্য ভিকারিয়ার দ্বিতীয় বাৎসরিক সভা

গত ৮ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের মুশরইল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো মধ্য ভিকারিয়ার দ্বিতীয় বাৎসরিক সভা।
এতে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডী, কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য, চ্যান্সেলর ফাদার প্রেমু রোজারিও, মধ্য ভিকারিয়ার আহ্বায়ক ফাদার বিশ্বনাথ মারান্ডী ও বিভিন্ন ধর্মপল্লীর ফাদার, সিস্টার, খ্রিষ্টভক্তপ্রতিনিধিসহ মোট ৯৬ জন।
সভার শুরুতে প্রদীপ প্রজ্বলন,প্রার্থনানুষ্ঠান ও মধ্য ভিকারিয়ার দীর্ঘদিন সেবাদনকারী প্রয়াত ফাদার আত্মার কল্যাণার্থে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ, জুবিলী উদ্বোধন অনুষ্ঠানের মূল্যায়ন ও সমাপণী অনুষ্ঠানের পরিকল্পনা এবং বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডী বলেন, “যীশু খ্রিষ্টের জন্মজয়ন্তী উৎসবে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি এবং সেগুলো সুন্দরভাবে করে যাচ্ছি তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই।”
“ভিকারিয়ার সভার মধ্য দিয়ে আমরা যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছি তা প্রতিটি ধর্মপল্লীতে সঠিকভাবে বাস্তবায়ন হলো আমাদের মূল লক্ষ্য। আমরা বিভিন্ন মতামত প্রকাশ করছি এবং খুব সুন্দর সুন্দর যুক্তিতর্কও উপস্থাপন করেছি যা আমাদের সভাকে ক্রাণবন্ত ও ফলপ্রসূ করেছে,” বলেন ফাদার মারান্ডী ।"
রাজশাহী কারিতাস অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য বলেন,“ বর্তমানে অবৈধ বিবাহ আমাদের সমাজের অনেক বেশী দেখা দিচ্ছে। তাই আমাদের সকলকে অবৈধ বিবাহ সংস্কারে কাজে, কাজ করতে হবে।”
মধ্য ভিকারিয়ার আহ্বায়ক ফাদার বিশ্বনাথ মারান্ডী বলেন, “আমাদের যীশু খ্রিষ্টের জন্মজয়ন্তী বছরে আমরা রয়েছি এবং ধর্মপল্লীতে বিভিন্ন কর্মকাণ্ড করে যাচ্ছি। আজকের সভায় আমরা প্রতিটি ধর্মপল্লীর সহভাগিতা শুনেছি এবং নিজেদের করণীয় সম্পর্কে আলোচনা করেছি যা ভবিষ্যতে কাজ করার ক্ষেত্র সহায়ক ভূমিকা পালন করবে।”
পরিশেষে পালকীয় পরিষদের সভাপতি সকলকে স্বত:স্ফূর্ত অংশ গ্রহণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। - লর্ড রোজারিও