নবাই বটতলা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পালকীয় সম্মেলন ও পালকীয় পরিষদের সদস্যদের শপথ গ্রহণ

ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম ও ব্লক থেকে নির্বাচিত সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হলো পালকীয় সম্মেলন ও পালকীয় পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান

গত ১১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দনবাই বটতলা ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম ও ব্লক থেকে নির্বাচিত সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হলো পালকীয় সম্মেলন ও পালকীয় পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান।

একই সাথে ধর্মপল্লীর পালকীয় পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়, যার মধ্য দিয়ে ধর্মপল্লীর আধ্যাত্মিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, পরিকল্পনা গ্রহণ এবং গঠনমূলক জীবনের নতুন দিগন্ত উন্মোচিত হয়।

পবিত্র খ্রীষ্টযাগের মধ্য দিয়ে অনুষ্ঠানের আরম্ভ হয়। পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন ফাদার সুশান্ত ডি. কস্তা এবং তিনি শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।

নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণের পূর্বে ফাদার সুশান্ত ডি. কস্তা তার উপদেশে গুরুগম্ভীর ও তাৎপর্যপূর্ণ সহভাগিতার মধ্য দিয়ে সকলকে আধ্যাত্মিক এবং মানসিক ভাবে বলীয়ান করে তুলেন। পবিত্র খ্রীষ্টযাগ ও শপথ গ্রহণ শেষে পালকীয় পরিষদের সহ-সভাপতি ও সেক্রেটারি নির্বাচন করা হয়।

পরে ধর্মপল্লীর পালকীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। পালকীয় সম্মেলনের মূলভাব, রাজশাহী ধর্মপ্রদেশের জন্য পালকীয় পত্র ২০২৫, খ্রিস্ট-জুবিলী: আশার তীর্থযাত্রায় অংশগ্রহণ এর উপর সহভাগিতা করেন ফাদার লিংকন সামূয়েল কস্তা।

ফাদার তার উপস্থাপনায় পালকীয় পত্রের মূলভাবের ধর্মতাত্ত্বিক, মণ্ডলী ও সমাজ-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনা করেন।

এই সম্মেলনে উপস্থিত সদস্যদের নিয়ে দলীয় পর্যায়ে পালকীয় পত্রের বিষয়বস্তু নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করা হয়। পরে দলীয়ভাবে সদস্যগণ পালকীয় পত্রের নির্ধারিত প্রশ্নের উত্তর লিখিত প্রতিবেদন আকারে উপস্থাপন করেন।

দলীয় আলোচনা ছাড়াও মুক্ত আলোচনার সময় উপস্থিত সদস্যগণ ধর্মপল্লীর নানাবিধ সামাজিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা ও মতামত প্রদান করেন।

এই পালকীয় সম্মেলন ও শপথ গ্রহণ অনুষ্ঠান নবাই বটতলা ধর্মপল্লীতে সামগ্রিকভাবে এক নতুন প্রাণশক্তির জাগরণ ঘটিয়েছে, যার মধ্য দিয়ে না শুধু নেতৃত্বের বিকাশ পথকে সুগম করেছে বরং উপস্থিত সকল সদস্য ও খ্রিস্টভক্তদের মধ্যে একতা, মিলন, দায়িত্ববোধ, ন্যায ও শান্তি এবং খ্রিস্টিয় চেতনায় ও মূল্যবোধে জাগ্রত হয়ে অটুট থাকর অনুপ্রেরণা যুগিয়েছে।  

পরিশেষে, ধর্মপল্লীর পাল-পুরোহিত স্বপন মার্টিন পিউরীফিকেশন এর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। - ফাদার লিংকন কস্তা