বাংলার বীর বিপ্লবী দীনেশ চন্দ্র গুপ্ত - মহৎ জীবন
ভারতের স্বাধীনতা অর্জনের জন্য ভারত মায়ের অনেক সন্তান আত্ম বলিদান দিয়ে গেছেন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন দীনেশ চন্দ্র গুপ্ত। তদানীন্তন বাংলাদেশের ঢাকার মুন্সীগঞ্জে তিনি ৬ ডিসেম্বর ১৯১১ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা ও মেদিনীপুরে বিপ্লবী সংগঠন গড়ে তুলেছিলেন। ১৯৩০ খ্রিস্টাব্দের ০৮ ডিসেম্বর বিপ্লবী বিনয় বসুর নেতৃত্বে তিনি ও বাদল গুপ্ত কলকাতার রাইটার্স বিল্ডিং এ অতর্কিতে অভিযান চালিয়ে অত্যাচারী ইনস্পেক্টর জেনারেল সিম্পসনকে হত্যা করেন। এই অভিযান ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে এখনো ‘রাইটার্স বিল্ডিং এর অলিন্দ যুদ্ধ’ নামে। দেশ স্বাধীন হওয়ার পর কলকাতার এই স্থানটি, যার নাম ডালাহৌসি স্কোয়ার তার নাম এই তিন বিপ্লবীর নামে নামকরণ করা হয়, বিনয়-বাদল-দীনেশ বাগ। এবং জায়গাটির সংক্ষেপে নাম হল তাঁদের তিনজনের নামের প্রথম অক্ষর সম্মিলিত করে বিবাদী বাগ।
এই মহৎ জীবন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা শ্রদ্ধা জানাই বাংলার বীর বিপ্লবী দীনেশ চন্দ্র গুপ্তকে।