সাতটি সাক্রামেন্তের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্রামেন্ত হলো খ্রীষ্টপ্রসাদ। তোমরা সব সময় মনে রাখবে, আজ থেকে তোমরা যীশুকে গ্রহণ করবে, যীশুকে ধারণ করবে এবং যীশুকে বহন করবে।
দীক্ষাগুরু সাধু যোহন সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তার শিরোচ্ছেদ করা হয়েছিল। এই জুবলী বছরে দীক্ষাগুরু সাধু যোহন এর জীবন ধ্যান করার মধ্যদিয়ে আমার আমাদের জীবন সুন্দর, পবিত্র, আধ্যাত্মিক ও সত্যময় করে তুলতে পারি।