পরিবার বিষয়ক অনুষ্ঠান

আমাদের পরিবারের সদস্যদের সুন্দর নিরাপদ জীবন গড়ে তোলার জন্য পরিবারের সকলের ভূমিকাই অনস্বীকার্য । তবে পরিবারে যে সকল কাজগুলো সংগঠিত হয় তা সবই পরিবারে সকলের কল্যাণের জন্য হয়ে থাকে।

যেমন  আধুনিক যুগে শুধু কৃষিকাজ কিংবা পশুপালনেই সীমাবদ্ধ না থেকে পরিবারের সদস্যরা ক্ষুদ্র ব্যবসা, ফ্রিল্যান্সিং, অনলাইন বিপণন, হস্তশিল্প কারিগরি পণ্যের উৎপাদনের মতো নানা ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত হচ্ছে।

এক্ষেত্রে নারীদের ভূমিকা ও বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ অনেক নারী ঘরে বসেই সেলাই, প্যাকেজিং, খাদ্যপ্রস্তুত, -কমার্স প্রভৃতি কাজের মাধ্যমে পরিবারের আয় বৃদ্ধিতে অবদান রাখছেন।

তবে, আধুনিক যান্ত্রিকতার প্রভাবে কিছু ঐতিহ্যবাহী পারিবারিক কাজের গুরুত্ব কমে গেছে। যেমন: কুটির শিল্প কিংবা পারিবারিক মৃৎশিল্প এখন অনেক জায়গায় বিলুপ্তির পথে। তথাপি, নতুন প্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে পরিবারগুলো নতুন পেশা গ্রহণ করে টিকে থাকার এবং উন্নতির চেষ্টা করছে।

পরিবার আজও আমাদের অর্থনৈতিক জীবনের মূল কেন্দ্রবিন্দু। এটি কেবল চাহিদা পূরণের মাধ্যমই নয়, বরং দক্ষতা গড়ে তোলার, আত্মবিশ্বাস অর্জনের এবং সামাজিক অর্থনৈতিক উন্নয়নের একটি ভিত্তি।

 তবে যত ধরণের কাজই পরিবারে সংগঠিত হোক না কেন পরিবারের স্নেহ ভালোবাসা, সহযোগিতা সমর্মিতা এবং পারস্পারিক শ্রদ্ধাবোধ পরিবারের বন্ধনকে অটুট রাখে।