শ্রদ্ধাঞ্জলী – বাল গঙ্গাধর তিলক

মহৎ জীবন

বাল গঙ্গাধর তিলক ভারতের স্বাধীনতার জন্য লড়াই করে তাঁর জীবন কাটিয়েছেন। তিলক ছিলেন একজন উগ্র জাতীয়তাবাদী এবং তাঁর দৃষ্টিভঙ্গি ছিল চরমপন্থী। বাল গঙ্গাধর তিলককে অনেকবার গ্রেপ্তার বরণ করে কারাগারে কাটাতে হয়েছে। বঙ্গভঙ্গ ভারতের সাধারণ জনগণকে ক্ষুব্ধ করে তুলেছিল। এর প্রতিবাদে তিলক স্বদেশী আন্দোলন এবং বয়কট আন্দোলন শুরু করেছিলেন। একজন সাংবাদিক হিসেবে, তিনি কেশরী এবং মহরত্ত সংবাদপত্রগুলোতে তাঁর লেখার মাধ্যমে স্বাধীনতা আন্দোলনের বীজ বপন করে দেন ভারতবাসীর হৃদয়ে। বাল গঙ্গাধর তিলক ০১ আগস্ট ১৯২০ খ্রিষ্টাব্দে পরলোকগমন করেন।

এই মহৎ জীবন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা শ্রদ্ধা জানাই বাল গঙ্গাধর তিলককে।