প্লাস্টিক বর্জন আমরা করবো কি ভাবে? – চেতনা
পোপ ফ্রান্সিসের ২০১৫ খ্রিস্টাব্দে জারি করা যুগান্তকারী ‘এনসাইক্লিকাল লাউদাতো সি’ পত্রের দশম বার্ষিকীতে কলকাতার মহামান্য ধর্মপাল টমাস ডি সুজা জানিয়েছেন আমাদের সম্মিলিত ভাবে প্লাস্টিক ব্যবহার বর্জন করতে হবে।
কিন্তু কথা হল প্লাস্টিক বর্জন আমরা করবো কি ভাবে?
আসুন এই চেতনার আসরে জানি সেই প্রসঙ্গে কিছু কথা।