কলকাতার চিঠি

কলকাতা" নামটা বললেই মনে হয় এ যেন এক ভালোবাসার শহর। যেখানে সব ধর্ম ও জাতির মানুষেরা একসাথে নির্দ্বিধায় বসবাস করে, স্বপ্ন দেখে, এগিয়ে চলে। আসুন আজ আমরা কলকাতার কয়েকটি  আকর্ষণীয় ও অবাক করে দেওয়ার মতো তথ্য জানব যা আমাদের কলকাতাবাসী হিসাবে গর্বিত করে তোলে বিশ্বের দরবারে।
আপনিও কি শহর কলকাতাকে ভালবাসেন!! অবশ্যই আমাদের জানাবেন কলকাতার কোন বিষয়টি আপনার কাছে সব থেকে বেশি প্রিয়!!

শহর কলকাতা কেন আপনার মনে অন্য শহরের থেকে আলাদা জায়গা করে নেয় তা অবশ্যই আমাদের জানাবেন আপনাদের মূল্যবান মতামতের মধ্য দিয়ে।