উনিশ শতকে বাঙলার সমাজে নারীর জীবন যখন ছিল খুবই পশ্চাদপদ এবং বহু প্রতিকূলতায় জর্জরিত, তখন সবরকম সামাজিক বাধার বিরুদ্ধে লড়াই করে ইতিহাস তৈরি করেছিলেন এক বাঙালি নারী, আজকের মহিলা অঙ্গনের আসরে সেই সংগ্রামের কথা জানবো।
গত ৪ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দে, ক্ষুদ্র পুষ্প তেরেসা গির্জা (বাসন্তী), সিএনআই যাজক এবং সকল খ্রিস্টভক্তগণ একসঙ্গে মিলিত হয়ে মণিপুরের অমানবিক নির্যাতন বন্ধের দাবীতে শান্তি সমাবেশ করেন।